Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৭, ২০২৪

আবাস প্রকল্পে ১২ লক্ষ নথিভূক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হল আবাসের প্রথম কিস্তির টাকা । ডিজিটাল প্রতারণা রুখতে সতর্ক নবান্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
আবাস প্রকল্পে ১২ লক্ষ নথিভূক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হল আবাসের প্রথম কিস্তির টাকা । ডিজিটাল প্রতারণা রুখতে সতর্ক নবান্ন

মঙ্গলবার থেকেই রাজ্যের ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তর টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হল । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে এই প্রক্রিয়ার সূচনা করলেন । প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা করে উপভোক্তারা পাবেন । এরপর আরও দুটি কিস্তিতে সর্ব মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন প্রকল্পে নথিভূক্ত বাংলার মানুষ ।

গ্রামীণ এলাকায় বাড়ি তৈরির কেন্দ্রীয় বারাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন বাংলার দরিদ্র মানুষ । প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ভুয়ো নাম থাকার অভিযোগ তুলে গত দুবছর ধরে এই বারাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার । গত লোকসভা নির্বাচনের আগেই, রাজ্য তহবিল থেকেই সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের তৃণমূল সরকার । বাড়ির তৈরি পুরো ১০০ শতাংশ টাকাই উপভোক্তাদের দেওয়া হবে রাজ্য তহবিল থেকে । প্রাপকদের তালিকা ত্রুটি মুক্ত করতে, নির্দিষ্ট মানদন্ড ঠিক করে তথ্য যাচাইয়ের কাজ শুরু করেন সরকারি আধিকারিকরা ।

রাজ্য পঞ্চায়েত দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সে মর্মেই প্রথম কিস্তির টাকা তুলে দেওয়ার আনুষ্ঠানিক সূচনা হল । মোট তিনটি কিস্তিতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে । প্রথমে ৬০, পরে যথাক্রমে ৪০ এবং ২০ হাজার টাকা । ২০ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন ।

১২ লক্ষ উপভোক্তাদের মধ্যে একলক্ষ পরিবার, যাঁরা প্রাকৃতিক বিপর্যয়ে নিজেদের আশ্রয় হারিয়েছেন তাঁরা যেমন টাকা পাবেন । তেমনি রাজ্যের ১১ লক্ষ আবাসহীন পরিবারও এবার বাড়ি তৈরির টাকা পাবেন ।
শহরাঞ্চলে গরিব মানুষের জন্য আশ্রয় তৈরি করতে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প রয়েছে । গ্রামীণ এলাকার জন্য এই প্রকল্পের নাম ‘বাংলার বাড়ি গ্রামীণ ‘।

রাজ্যের একাদশ এবং দ্বাদশের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে গিয়ে ডিজিটাল প্রতারণার শিকার হন অনেকে । তাই আবাসের টাকা দেওয়ার ক্ষেত্রে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে গ্রামোন্নোয়ন দফতর । উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই করে তবেই পাঠানো হচ্ছে টাকা, বলে জানিয়েছে নবান্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!