- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৭, ২০২৩
খেলা নিয়ে অভিনব ফিল্ম ফেস্টিভ্যাল সল্টলেকে

খেলা নিয়ে দেশ–বিদেশে তৈরি হয়েছে নানা সিনেমা। বিভিন্ন দেশে ক্রীড়াবিষয়ক ফিল্ম ফেস্টিভ্যালও হয়েছে। কিছুদিন আগে কলকাতাতেও হয়েছে। আবার খেলা সংক্রান্ত সিনেমা নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। বিধাননগর ফিল্ম সোসাইটির উদ্যোগে দেশ এবং বিদেশের নানা খেলা বিষয়ক সিনেমা দেখানো হবে।
সল্টলেকের মহানায়ক মঞ্চে ২৯ সেপ্টেম্বর শুরু হবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন ৩টি করে সিনেমা দেখানো হবে। দর্শকরা বিনামূল্যে সিনেমা দেখতে পাবেন। বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানি, চীনের সিনেমা থাকছে এই ফিল্ম ফেস্টিভ্যালে। এগারো, বাইসাইকেল কিক, দামালের মতো বাংলা সিনেমাও দেখানো হবে। শুধু ক্রিকেট, ফুটবল বা হকি নয়, বক্সিং ও বাস্কেটবল নিয়েও সিনেমা দেখা যাবে বড় পর্দায়।
বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ফিল্ম ফেস্টিভ্যালের কথা ঘোষণা করা হয়। ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়, দীপেন্দু বিশ্বাস। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘কলকাতায় এমন উদ্যোগ খুবই কম হয়েছে। সল্টলেকে তো হয়ইনি। এটা একটা নিদর্শন হয়ে থাকবে। পরের বছর থেকে আরও বড় ভাবে হবে। কলকাতার বুকে সল্টলেক স্পোর্টস সিটির তকমা পাবে।’
প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি বলেন, ‘এটা অভিনব উদ্যোগ। পেলেকে নিয়ে যে তথ্যচিত্র হয়েছিল, সেটা দেখতে পেলে আরও ভালো লাগত। পরেরবার নিশ্চয়ই হবে।’ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এই উদ্যোগে পাশে রয়েছে। ক্লাব প্রেসিডেন্ট সুভেন রাহা বলেন, ‘খেলার সাংবাদিকতা মানে শুধু রিপোর্ট লেখা নয়। খেলা সংক্রান্ত ভালো কাজে উৎসাহ দেওয়াও। আমরা তাই এই উদ্যোগের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।’
একই সঙ্গে পদ্মশ্রী শৈলেন মান্নার নামাঙ্কিত পুরস্কার দেওয়া হবে সল্টলেকের বিভিন্ন স্কুলের কৃতিদের।
❤ Support Us