Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৬, ২০২৪

ধৃত ২ দুষ্কৃতী

আরম্ভ ওয়েব ডেস্ক
ধৃত ২ দুষ্কৃতী

মোটরবাইকের টুলবক্স ভেঙে ৫ লাখ টাকা লোপাট করে গাঢাকা দেয় ২ দুষ্কৃতী। গত রাতে বীরভূমের তারাপীঠের একটি বেসরকারি লজ থেকে হুগলি জেলার পাণ্ডুয়ার বাসিন্দা মনোজ দাস ও বিকাশ দাস নামে ওই ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মঙ্গলকোটের পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ ৪ লক্ষ টাকা, তিনটি মোবাইল, একটি দামি মোটরবাইক-সহ তিনটি জাল বাইকের নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার আউশগ্রাম থানার উক্তা গ্রামের ব্যবসায়ী আব্দুল আলিম গুসকরার ব্যাঙ্ক থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা তুলে মঙ্গলকোটের রঘুনাথপুরের এক ব্যক্তিকে দিতে আসেন। রাস্তায় মোটর বাইক রেখে ৩৫ হাজার টাকা নিয়ে বাকি টাকা বাইকের টুল বক্সে রাখেন আলিম। সেই টাকা দিতে যাওয়ার সময় অভিযুক্তরা আলিমের বাইকের টুলবক্স ভেঙে বাকি টাকা নিয়ে চম্পট দেয়। মঙ্গলকোট থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজে বাইক-সহ ২ দুষ্কৃতীর সন্ধান পায়। বাইকের নম্বর পরীক্ষার সময় ধৃতদের একজনের মোবাইল নম্বর চিহ্নিত করে পুলিশ। ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!