Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৯, ২০২৩

হাওড়ার বড়দিনের কার্নিভ্যাল অশান্তির জেরে গ্রেফতার ২, মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পর সক্রিয় পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
হাওড়ার বড়দিনের কার্নিভ্যাল অশান্তির জেরে গ্রেফতার ২, মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পর সক্রিয় পুলিশ

বুধবার রাতে হাওড়ার বড়দিনের কার্ণিভ্যালে অশান্তি ও গন্ডগোল পাকানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, গোলমালের ঘটনায় আগেই ২জনকে আটক করা হয়েছিল। জগাছা থানা সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন রাজ জালান এবং আকাশ দত্ত। শুক্রবার দু’জনকেই আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে কার্নিভ্যাল অশান্তি ও গোলমাল করার অভিযোগ উঠেছে। এদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এই পুরো প্রক্রিয়াটাই সম্পন্ন হয়েছে বুধবার সন্ধ্যায় কার্নিভ্যাল বন্ধ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গটনা নিয়ে উষ্মা প্রকাশ করার পর। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিলেন হাওড়ার বড়দিনের কার্নিভ্যাল যেন বৃহস্পতিবার থেকেই আবার শুরু হয়। অরূপ বিশ্বাসকে মুখ্যমন্ত্রী হাওড়ায় পাঠান। তবে অরূপ বিশ্বাসের সামনেই রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীকে হাত ধরে টেনে সরিয়ে দেন। এই ঘটনার ভিডিও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পরে। অরূপ বিশ্বাস সেই সময় মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পার্কিংকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ধুন্ধুমার কাণ্ড বাঁধে হাওড়ার বড়দিনের কার্নিভাল অনুষ্ঠানে। সেই ঘটনার জেরেই রাতারাতি ওই কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, মনোজ তিওয়ারির জন্যই হওয়ার বড়দিনের কার্নিভ্যাল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হন। বৃহস্পতিবার চাকলায় লোকনাথ বাবার মন্দির উদ্বোধনে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, “কার্নিভ্যাল হবে। কোনওভাবে তা বন্ধ করা যাবে না।” তার পরেই পুলিশের তৎপরতা বাড়ে।

হাওড়ার পুনর্নির্মিত ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের বাইরে গাড়ির পার্কিং ফি তোলাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায় ডুমুরজলা এলাকায়। যা নিয়ে চরমে ওঠে রাজনৈতিক তরজাও। তড়িঘড়ি এই কার্নিভাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল বিধায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে মেলা বন্ধের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “কার্নিভাল হবে। আমি পুলিশকে সকালেই নির্দেশ দিয়ে দিয়েছি। কার্নিভাল কমিটি বন্ধ করেছিল। সেটা বন্ধ করার কোনও কারণ ছিল না।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!