- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২১, ২০২৪
কালনায় ১ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেপ্তার ২

দীপাবলির আগে বেআইনি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে বড়সড় সাফল্য পেল কালনার পুলিশ। ১ কুইন্টালের কাছাকাছি বাজি উদ্ধার হয়েছে। শব্দবাজি-সহ ২ জন গ্রেপ্তার। ধৃত তাপস দাস ওরফে গোপেশ্বর কালনার সিংরাইলের বাসিন্দা ও কান্তি সরকার ওরফে বাবুল কালনার ধাত্রীগ্রামের বাসিন্দা। সিংরাইল গ্রামের বাড়িতে বসেই আতসবাজি বিক্রিতে অভিযুক্ত তাপস। অন্যদিকে ধাত্রীগ্রামের কান্তি সরকার স্টেশনারি দোকানের আড়ালে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিল। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে ওই দুই জায়গায় বিশেষ অভিযান চালিয়ে ৯৬ কেজি শব্দবাজি উদ্ধার হয়েছে। দুর্গাপুজোর আগেও মন্তেশ্বরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পায় মন্তেশ্বর থানার পুলিশ। প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করে। পরে বম্ব ডিসপোজাল স্কোয়াড সেগুলিকে নিষ্ক্রিয় করে। এবার দীপাবলির আগে কালনা থানা পুলিশের এই সাফল্য মেলে। কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরি বলেন, ‘ধারাবাহিকভাবে অভিযান চলবে।’
❤ Support Us