- এই মুহূর্তে দে । শ
- জুন ৩, ২০২৩
ব্রিজভূষণের বিরুদ্ধে চার সাক্ষীর জবানবন্দি। মন্তব্যে নারাজ পুলিশ

ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের স্বপক্ষে সাক্ষ্য দিলেন দেশের ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত চার জন। এঁনাদের মধ্যে রয়েছেন একজন অলিম্পিক অংশগ্রহণকারী, একজন আন্তর্জাতিক স্তরের রেফারি আর রাজ্যপর্যায়ের এক কোচ। তবে, তাঁদের বক্তব্য, অন্তত তিন জন মহিলা কুস্তিগীরের সঙ্গে অশালীন আচরণ করেছেন ফেডারেশনের সভাপতি। এনিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন করা হলে, তাঁদের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত এখন চলছে। তাই কোনো মন্তব্য করা সম্ভব নয়।
গত ২৮ এপ্রিল নাবালিকা সহ সাত মহিলা কুস্তিগীরকে যৌন নিপীড়নের অভিযোগে কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়। এ মামলায় ১৫ টি যৌন হেনস্থার দৃষ্টান্ত সামনে এসেছে। যার মধ্যে দশটি রয়েছে অবাঞ্ছিতভাবে স্পর্শ করার ঘটনা। অন্তত ২ টি রয়েছে পেশাগত উন্নতির জন্য যৌন সুবিধা দাবি করার । তবে সবটাই এখনও প্রমাণ সাপেক্ষ।
যৌন হেনস্থার মামলায় হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক ও ঝাড়খণ্ডে ১২৫ জন ক্রীড়া ব্যক্তিত্বর সাক্ষ্য গ্রহণ করেছে দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। যার মধ্যে চার জন কুস্তিগীরদের অভিযোগকে সমর্থন জানিয়েছেন। সংবাদ সংস্থার খবর, যে টুর্নামেন্টে মহিলা কুস্তিগীররা অংশগ্রহণ করেছিলন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। । মেরি কমের নেতৃত্বে যে কমিটি তৈরি হয়েছিল,তার রিপোর্ট খতিয়ে দেখা হবে। সমস্ত দিক খুঁটিনাটি পর্যালোচনা করে নিজেদের তদন্ত রিপোর্ট আদালতে পেশ করবে সিট।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, যে চার জন ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, তার মধ্যে একজন হলেন খেলোয়াড়দের কোচ। তিনি বলেছেন, যৌন হেনস্থার ঘটনার শিকার হওয়ার ছ ঘণ্টা পর তাঁর ছাত্রী তাকে একথা জানায়। বাকি তিনজনের মধ্যে দুইজন আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ। তাঁরা জানিয়েছেন একমাস পর অভিযোগকারীদের থেকে এ ব্যাপারে জানতে পেরেছিলেন। আর এক জন যিন রেফারি তিনি পুলিশকে জানিয়েছেন, ঘরের মাঠে হোক কিংবা বাইরে – যেখানেই টুর্নামেন্ট হয়েছে তিনি কখনো না কখনো মহিলা কুস্তিগীরদের দুর্দশার কথা শুনেছেন।
এফআই আর নথিভুক্ত হওয়া পর দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল ব্রিজভুষণ এ নিয়ে প্রশ্ন করলে সরাসরি তিন এ মামলার সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেছেন কোনো একটি মামলায় দোষী প্রমাণিত হলে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবেন। এখন চার জনের সাক্ষ্য তার বিরুদ্ধে রয়েছে। তা তাকে কতটা বিপাকে ফেলবে তা এই মুহুর্তে বলা সম্ভব নয়।
❤ Support Us