Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৪

ব্রিজভূষণের পুত্রের কনভয়ে চাপা পড়ে মৃত দুই, আহত এক মহিলা, এলাকায় বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রিজভূষণের পুত্রের কনভয়ে চাপা পড়ে মৃত দুই, আহত এক মহিলা, এলাকায় বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের

বিতর্ক আর পিছু ছাড়ছেনা ব্রিজভূষণ শরণ সিংকে। এবার নাম জড়াল তাঁর কনিষ্ঠ পুত্র কর্ণভূষণ সিং-এর । আজ তাঁর কনভয় কেড়ে নিল দুটি তরতাজা প্রাণ, যার মধ্যে একজন ২৪ বছরের তরুণ শেহজাদ, অন্যজন ১৭ বছরের কিশোর রেহান । আহত হয়েছেন এক মহিলা। উত্তরপ্রদেশের কৈসরগঞ্জ লোকসভা আসনে ব্রিজভূষণের ছোট ছেলে কর্ণভূষণকে প্রার্থী করে বিজেপি।  তাঁর  কনভয়ের গাড়ির নীচেই চাপা পড়ে নিহত হল দু’জন।
কর্ণভূষণের বাবা ব্রিজভূষণ ভারতীয় কুস্তি ফেডারেশনের সর্বেসর্বা এবং বিজেপির সাংসদ। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে একাধিক বার দিল্লির রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছেন অলিম্পিকজয়ী কুস্তিগিররা। সেই অভিযোগেই এবার তাঁকে প্রার্থী করেনি পদ্ম শিবির। টিকিট পান তাঁর ছেলে কর্ণভূষণ।

উত্তরপ্রদেশের গোন্ডার বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে কর্নেলগঞ্জ-হুজুরপুর এলাকায় এই দুর্ঘটনা  ঘটে। হুজুরপুরের দিকে এগোচ্ছিল কর্ণভূষণের কনভয়। সেই সময় একটি মোটর সাইকেলকে ওভারটেক করার চেষ্টা করে  কনভয়ে থাকা একটি গাড়ি। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন কয়েক জন। তাঁদের মধ্যে তিন জনকে চাপা দেয় গাড়িটি। তারপর সজোরে সেটি ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে। বাড়ির চৌকাঠে বসেছিলেন ৬০ বছরের সীতা দেবী। দুর্ঘটনার হাত থেকে রেহাই পাননি তিনিও। গাড়িটি  তাঁকেও ধাক্কা মারে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।  গাড়ির অতিরিক্ত গতিবেগের জন্য গাড়ির সামনের একটি চাকা খুলে যায়। এয়ারব্যাগ থাকার জন্য রক্ষা পান যাত্রীরা। পুলিশ সুত্রে জানা গেছে, ওই ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।

এই ঘটনার পর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় মানুষ। পাশাপাশি ব্রিজভূষণের দল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা । তৃণমূল তাদের ফেসবুক  হ্যান্ডেলে লিখেছে, ‘ বাবা নারী নিগ্রহকারী, ছেলে খুনি! এই না হলে ‘মোদির পরিবার’! উত্তরপ্রদেশের গোন্ডায় ব্রিজভূষণ শরণ সিংহের পুত্র তথা বিজেপি প্রার্থী কর্ণভূষণ সিংহের কনভয়ের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর। আহত হলেন আরও একজন। নেতা সেজে বসে থাকা এই জনবিরোধীদের অবিলম্বে গণতান্ত্রিক পথে সমূলে উৎখাত করুন। নাহলে সমূহ বিপদ’!’

ব্রিজভূষণকে টিকিট না দিলেও, তাঁর সাংসদ পদ খারিজ করেনি বিজেপি। তাঁর ছোট ছেলে কর্ণভূষণ  উত্তরপ্রদেশ কুস্তি সংগঠনের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। পাশাপাশি, গোন্ডার সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদেও আসীন রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!