Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৪

ভিনরাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার দুই যুবকের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভিনরাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার দুই যুবকের

কুয়াশা ছিল সাংঘাতিক। সামনের কিছু তেমন নজরে পড়ছিল না। তাতেই বিপত্তি। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা চাল বোঝাই লরির। কর্ণাটকের মাণ্ডিয়া থানা এলাকার দুর্ঘটনায় প্রাণ গেল চালের লরির চালক ও খালাসির। মৃত চালক সঈদ শেখ (২২) ও সিরাজুল হক মল্লিক (৩৬) মন্তেশ্বরের  গিরিগড়নগর গ্রামের বাসিন্দা। ২ যুবকের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নামে। শনিবার রাতে দেহ গ্রামে আসতে গোটা এলাকার মানুষজন জড়ো হন। জানা গেল, বর্ধমান থেকে লরিতে চাল বোঝাই করে কর্ণাটক যাওয়ার পথে দুর্ঘটনা। দুর্ঘটনার পর সঈদকে স্থানীয় একটি  হাসপাতালে নিয়ে যাওয়া  হয়। যদিও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয়  সিরাজুলের।

মন্তেশ্বরের পুটশুড়ি পঞ্চায়েতের গিরিগড়নগরের বাসিন্দা সঈদ অবিবাহিত। সিরাজুল বিবাহিত।  বাড়িতে স্ত্রী, বিধবা মা ও  এক শিশুসন্তান রয়েছে।  দিন আনা দিন খাওয়া পরিবারের ওই ২ যুবক  ট্রান্সপোর্টে  লরি চালাত। বর্ধমান থেকে লরিতে চাল বোঝাই করে কর্ণাটকের উদ্দেশে রওনা দেন। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত ও  প্রশাসন। পঞ্চায়েত সদস্য শেখ নাসিরুদ্দিন  জানান, ‘রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে  ধাক্কা মারে চালবোঝাই লরিটি। মন্তেশ্বর থানার সঙ্গে   যোগাযোগ করে কর্ণাটক থেকে মৃতদেহ নিয়ে আসার ব্যাপারে সবরকমের সহযোগিতা করা হয়েছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!