Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ২০, ২০২৩

আরও ২ বিরোধী সাংসদকে সংসদের শীতকালীন অধিবেশন থেকে বহিস্কার করা হল

আরম্ভ ওয়েব ডেস্ক
আরও ২ বিরোধী সাংসদকে সংসদের শীতকালীন অধিবেশন থেকে বহিস্কার করা হল

লোকসভার শীতকালীন অধিবেশনে ফের সাসপেন্ড করা হল দুই জন সাংসদকে। সংসদে অসদাচরণের অভিযোগে এই দুই সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করল লোকসভার স্পিকার ওম বিড়লা। বহিস্কৃত এই দুই সংসদ সদস্য হলেন থমাস চাঝিকাদান ও এএম আরিফ কেরালার বাসিন্দা। চাঝিকাদান কেরালা কংগ্রেস (মণি) এবং এএম আরিফ সিপিএমের সাংসদ। এই নিয়ে মোট ১৪৩ জন সাংসদ লোকসভা থেকে সাসপেন্ড হলেন।

এই দুই সাংসদকে সাসপেনশনের কারণ সংসদে স্মোক হামলায় অমিত শাহর বিবৃতি দাবি করা।

এর আগে তিনদিনে ১৪১ জন সাংসদকে এই একই কারণে লোকসভা ও রাজ্যসভা থেকে সাকুল্যে বহিস্কার করা হয়েছে।

সারা দেশ তো বটেই সারা বিশ্বের ইতিহাসে এভাবে সংসদ থেকে বিরোধী সাংসদদের বহিস্কার করা হয়নি। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই ঘটনা বিরলতম।

বিরোধী দলের সাংসদরা এই ঘটনাকে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচার বলে সমালোচনা করে বলছেন, গণতন্ত্রকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করা হচ্ছে ক্ষমতার জোরে। সংসদ হচ্ছে বিরোধীদের কন্ঠস্বর ধ্বনিত করার জায়গা, সেখানে বিরোধী সাংসদরা সংসদে স্মোক হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করলে তাঁদের কন্ঠরোধ করতে সংসদ থেকে বহিস্কার করা হচ্ছে।
মঙ্গলবার বিরোধী সাংসদদের মধ্যে অধীর রঞ্জন চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী থারুর, ফারুক আবদুল্লা সহ সবাই এই ভাবে সংসদ থেকে বিরোধী সাংসদদের বহিস্কার করাকে স্বৈরাচার বলে সমালোচনা করেছেন। তবে সরকার কোনও সমালোচনায় গুরুত্ব আরোপ না করে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন। এর ফলে সংসদ এক কথায় বিরোধী শূন্য হয়ে গেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!