Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১৭, ২০২২

১১ যাত্রীর ভারে হেলে গিয়েছি লজঙ্গিপুরের দিকে আসা অটোটি, উল্টে গিয়ে নাক-মুখ থেতলে মৃত্যু ২ মহিলার

বেশি সংখ্যক যাত্রী, খানাখন্দে ভরা রাস্তা। ঝড়ের গতি--- এই তিন কারণে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চাঁর-পাজজন আহত ব্যক্তি।

আরম্ভ ওয়েব ডেস্ক
১১ যাত্রীর ভারে হেলে গিয়েছি লজঙ্গিপুরের দিকে আসা অটোটি, উল্টে গিয়ে নাক-মুখ থেতলে মৃত্যু ২ মহিলার

ফাইল ফটো ।

অটো চালকরা কোনও কথাই কানে নেন না। একসঙ্গে বেশি যাত্রী তোলা, ঝড়ের গতিতে গাড়ি চালানো এসব যেনো নিত্যদিনের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তাঁদের । তার ওপর রাস্তার হাল বেহাল । ব্যস ঘটে গেল ভয়ঙ্কর অঘটন। মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় ১১ জন যাত্রী নিয়ে উল্টে গেল একটি অটো। মৃত্যু হল ২ জনের। বাকি চার-পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেশি সংখ্যক যাত্রী নিয়ে জঙ্গিপুরের দিকে আসছিল অটোটি। রাস্তায় খানাখন্দ ছিল। যাত্রীর ভারে একদিকে হেলে গিয়েছিল অটোটা। ওই অবস্থাতেই ঝড়ের গতিতে এগোচ্ছিলেন চালক। উল্টো দিক থেকে একটি গাড়ি এসে গিয়েছিল। সেসময় বাঁ পাশ কাটাতে গিয়েছিলেন চালক। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ৯০ ডিগ্রি উল্টে যায় অটোটি। প্রায় প্রত্যেক যাত্রীই অটোর নীচে চাপা পড়ে যান।

অটোর সামনের দুই মহিলা যাত্রীর মাথা থেঁতলে যায়। নাক-মুখ দিয়ে রক্ত ঝড়তে থাকে। চালকের অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা ছুটে যান। জনা কয়েক মিলে অটোটাকে সোজা করে যাত্রীদের বার করে আনার চেষ্টা করেন। খবর পেয়ে চলে আসে য় পুলিশ। পুলিশও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠান হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় দুজনের। বাকিদের মধ্যে চার পাঁচ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মূত্যুর সঙ্গে লড়ছে। বাকিদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, আমাদের এখানে এই ভাবে এত লোক নিয়ে অটো চলে। প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোন ফল হয়নি। মাঝে মাঝেই দু একটা অঘটন ঘটে। তবে এদিনের ঘটনা মারাত্মক। অটোটা একপাশে হেলে গিয়েছিল। গতিও নিয়ন্ত্রণে ছিল না। এমন সময় উল্টো দিক থেকে ছুটে আসে অন্য এক গাড়ি । সাইড দিতে গিয়েই বিপত্তি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!