Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • মার্চ ৩, ২০২৩

গণতন্ত্রকামী নোবেলজয়ী বিয়ালিয়াটস্কির ১০ বছরের কারাদন্ড।আদালতের রায়ের বিরুদ্ধে বেলারুশে প্রতিবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
গণতন্ত্রকামী নোবেলজয়ী বিয়ালিয়াটস্কির ১০ বছরের কারাদন্ড।আদালতের রায়ের বিরুদ্ধে বেলারুশে প্রতিবাদ

বেলারুশের নোবেলজয়ী সমাজকর্মী এলস বিয়ালিয়াটস্কি এবং আরও তিনজনকে কারাদণ্ডে  দণ্ডিত করেছে সেদেশের আদালত। ১০ বছরের কারাদণ্ডে হয়েছে বিয়ালিয়াটস্কিকে। ২০২২ সালের অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ওঁকে। বিলাসলিয়াস্কি বেলারুশের অগ্রণী এক মানবাধিকার আইনজীবী।

নোবেলজয়ী বিয়ালিয়াটস্কি ছাড়াও ভায়াসনা হিউম্যান রাইটস সেন্টারের তিন মানবাধিকার কর্মীকে যথাক্রমে নয়, সাত ও আট বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। বেলারুশের এই তিনজন অগ্রণী মানবাধিকার কর্মীর নাম উলাদজিমির ল্যাবকোভিজ, দিমিত্রি সালাউইউ এবং ভালিয়ান্টসইন স্টেফানোভিজ।

নোবেল প্রাপক ৬০ বছর বয়সি বিয়ালিয়াটস্কি এবং অন্য দু’জন মানবাধিকার কর্মী বিচারক রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন। কোর্টরুমে তাঁদের খাঁচার ঘেরাটোপে রাখা হয়েছিল।

আদালত কারাবাসের রায় ঘোষণার পরেই ওই রায়ের তীব্র নিন্দা করেছে সেদেশের বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। বিরোধীদের বক্তব্য, আদালতের অন্যায়ের পক্ষে রায় দিয়েছে। ওঁদের মুক্তির দাবিতে সর্বশক্তি দিয়ে লড়াই জারি থাকবে।

২০২০ সালে বিয়ালিয়াটস্কি এবং তাঁর সহযোগী দুই মানবাধিকার কর্মী গ্রেফতার হন। সেইসময় থেকে ওঁরা কারাগারে আছেন। প্রেসিডেন্ট নির্বাচনে কর্তৃত্ববাদী রাজনৈতিক শক্তি বিরোধিতা করে আন্দোলনে যোগ দেন ওঁরা। এসত্ত্বেও প্রেসিডেন্ট পদে আসীন হন আলেক্সজান্ডার লুকাশেঙ্কো। প্রসঙ্গত, লুকাশেঙ্কো ইউরোপের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে আসীন থেকে রেকর্ড সৃষ্টি করেছেন।

একমাত্র দিমিত্রিই গ্রেফতার এড়াতে দেশ ছাড়তে সমর্থ হন। ১৯৯৪ সাল থেকে দশকের পর দশক ধরে দেশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে বেলারুশের নাগরিকরা কিছুদিন আগেই ঐতিহাসিক বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভরত ৩৫ হাজারের বেশি নাগরিককে গ্রেফতার করা হয়। এছাড়া হাজার হাজার বিক্ষোভকারীকে বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ।


  • Tags:

Read by: 85 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!