শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এই মুহূর্তে দেশে মোট করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে হল ১৮,৩১,২৬৮ জন । দেশজুড়ে করোনাভাইরাসের গ্রাফ খানিকটা নিম্নমুখী । গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন । গত কয়েকদিন ধরে সংক্রমণের হার কমছে । বাড়ছে পরীক্ষা ও টিকাকরণ । এই মুহূর্তে দেশে মোট করোনা সক্রিয়ের সংখ্যা ১৮,৩১,২৬৮ । সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশে সুস্থতার হার ৯৪.৩৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯৫৯ জন ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34