- দে । শ
- মে ৩০, ২০২৪
জম্মু কাশ্মীরে তীর্থযাত্রী বোঝাই বাস খাদে। মৃত ২১ , আহত ৪০। ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। জম্মু-রাজৌরি জাতীয় সড়কে অবস্থিত আখনুরের তান্ডা এলাকায় তীর্থ যাত্রী বোঝাই বাসটি খাদে পড়ে গেলে ২১ জন নিহত হন। আহতের ৪০।জানা গেছে হরিয়ানা কুরুক্ষেত্র থেকে শিবখোরি যাচ্ছিল বাসটি। পুলিশ সুত্রে জানা গেছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের জম্মুতে পাঠানো হয়েছে। মৃতদেহ আখনুরের সাব জেলা হাসপাতালে সংরক্ষিত হয়েছে। উদ্ধারকার্য চলছে।
পুলিশের অনুমান চালক নিয়ন্ত্রণ হারানোর জন্য এমন দুর্ঘটনা ঘটেছে।মৃতদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি তাঁর এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের উদ্দেশ্যে ক্ষতিপূরণ হিসেবে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন।
শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন যে,’জম্মু ও কাশ্মীরের আখনুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আমরা প্রশাসনের কাছে আহতদের চিকিৎসা, ত্রাণ এবং ক্ষতিগ্রস্থদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানাই।’ দুর্ঘটনাপীড়িতদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘এই দুঃসময়ে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।’
ইতিমধ্যে এই দুর্ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে আঁতকে উঠেছেন সবাই।
❤ Support Us