- এই মুহূর্তে দে । শ
- মে ২, ২০২৪
অনুমোদন ছাড়াই নিয়োগ, ২২৩ জনের চাকরি বাতিল করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর

নিয়োগ দুর্নীতির ছায়া এবার দিল্লিতেও। তবে বাংলার মতো নিয়োগে সরাসরি দুর্নীতি নেই। অনুমোদন ছাড়াই নিয়োগের জন্য দিল্লির মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। আপ সাংসদ স্বাতী মালিওয়াল নিয়ম লঙ্ঘন করে দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন হিসাবে তাঁর মেয়াদকালে নিয়োগগুলি করেছিলেন। এক তদন্তে বলা হয়েছে, এই নিয়োগগুলি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী করা হয়নি।
দিল্লি কমিশন ফর উইমেন অ্যাক্ট অনুসারে কমিশন সর্বোচ্চ ৪০ জন কর্মচারীর চাকরির অনুমোদন দিতে পারেন। বেশি নিয়োগের দরকার হলে লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদন নিতে হবে। কিন্তু লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদন ছাড়াই ২২৩ টি নতুন পদ তৈরি করা হয়েছিল। যে পদগুলিতে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে আরও বলা হয়েছে, চুক্তিতে কর্মচারী নিয়োগের এখতিয়ার কমিশনের নেই।
লেফটেন্যান্ট গভর্নরের আদেশে বলা হয়েছে যে, কমিশনকে জানানো হয়েছিল অর্থ বিভাগের অনুমোদন ছাড়া ‘সরকারের জন্য অতিরিক্ত আর্থিক দায়বদ্ধতা জড়িত’ এমন কোনও পদক্ষেপ কমিশন নিতে পারবে না। এছাড়াও, দিল্লি কমিশন ফর উইমেন–এর কর্মীদের পারিশ্রমিক এবং ভাতা বৃদ্ধি নির্ধারিত পদ্ধতি এবং নির্দেশিকা লঙ্ঘন করেছে।’ আদেশে উল্লেখ করা হয়েছে যে, স্বাতী মালিওয়ালকে নিয়োগের বিষয়ে অর্থ বিভাগের অনুমোদন নেওয়ার জন্য বারবার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই পরামর্শ মানেননি। আপ সাংসদ হিসাবে রাজ্যসভায় যাওয়ার আগে স্বাতী মালিওয়াল ৯ বছর দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন ছিলেন। বর্তমানে প্যানেলের চেয়ারপার্সনের পদটি শূন্য রয়েছে।
❤ Support Us