Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২, ২০২৪

তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বন্যা।নিহত ২৭

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বন্যাকবলিত এলাকা থেকে হাজার হাজার মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে গেছে

আরম্ভ ওয়েব ডেস্ক
তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বন্যা।নিহত ২৭

টানা দু’‌দিন ধরে প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বন্যায় ২৭ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কারণে সড়ক ও রেল চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এই দুই রাজ্যের একাধিক জায়গায় রেল লাইনে জল জমে যাওয়ায় রবিবার ১৪০টি ট্রেন বাতিল করা হয়। সোমবারও ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। অনেক ট্রেনের রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বন্যাকবলিত এলাকা থেকে হাজার হাজার মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী বন্যাকবলিত দুই রাজ্যে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

গভীর নিম্নচাপের গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। এর ফলে বিভিন্ন নদীর জল বাঁধ ভেঙে উপচে পড়েছে। তেলেঙ্গনা সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিলেও ৯ জন প্রাম হারিয়েছেন। মাহাবুবাবাদ ও খাম্মাম জেলায় ৩ জন ভেসে গেছেন। সূর্যপেট, ভদ্রদ্রি কোথাগুডেম, মাহবুবাবাদ এবং খাম্মামের মতো জেলাগুলিতে বন্যা কবলিত বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি জরুরী বৈঠক করেছেন। সোমবার থেকে সব স্কুল–কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মী ও ব্যবসায়িক কর্মীদের বাড়ি থেকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। হায়দরাবাদেও ভারী বৃষ্টিপাত হয়েছে। যার ফলে শহরের অনেক জায়গা জলমগ্ন। আবহাওয়া বিভাগ তেলেঙ্গানার আদিলাবাদ, নিজামাবাদ, রাজন্না সিরসিল্লা, ইয়াদাদ্রি ভুবনগিরি, ভিকারাবাদ, সাঙ্গারেড্ডি, কামারেডি এবং মাহাবুবনগর জেলার বিভিন্ন স্থানে সোমবার খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে।

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং একজন নিখোঁজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বিজয়ওয়াড়া জেলা। বুদামেরু জেলার উপকণ্ঠে একটি নদীর বিভিন্ন জায়গায় জল উপচে পড়ছে। এর ফলে অজিত সিং নগর, স্বাথী থিয়েটার এলাকা, পুলিশ নগর এলাকা এবং পশ্চিম ও কেন্দ্রীয় নির্বাচনী এলাকার মতো অনেক শহরের এলাকায় বন্যা দেখা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে বন্যার ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য ২৬টি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী দল মোতায়েন করা হচ্ছে। দুটি প্রতিবেশী রাজ্যে ইতিমধ্যে ১২টি দল মোতায়েন করা হলেও, আরও ১৪ টি দল পাঠানো হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সোমবার তৃতীয়বারের মতো বিজয়ওয়াড়ার বেশ কয়েকটি প্লাবিত এলাকা সফর করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন। কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!