- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২০, ২০২৪
মায়ানমার থেকে সেনা অনুপ্রবেশ, কেন্দ্রকে সতর্কবার্তা দিল মিজরাম
মানায়নমারের সেনারা বিদ্রোহীদের কাছে পরাজিত হওয়ার পর পালিয়ে বাঁচতে ভারতে প্রবেশ করছে। এই পরিস্থিতিতে কেন্দ্রকে সতর্ক করেছে মিজোরাম রাজ্য প্রশাসন। প্রতিবেশী দেশের সেনাদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করার জন্যও নরেন্দ্র মোদি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে মিজো সরকার।
প্রায় ৬০০ মায়ানমারের সেনা ভারতে ঢুকে পড়েছে বলে সরকারি সূত্র উল্লেখ করে জানিয়েছে একটি জাতীয় সংবাদ মাধ্যম। পশ্চিম মায়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা এএ-র কাছে পরাজিত হয়ে মায়ানমারের সেনারা মিজোরামের লংটলাই জেলায় এসে আশ্রয় নিয়েছে। ওই সেনাদের আপাতত আসামের রাইফেলসের ক্যাম্পে রাখা হয়েছে।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে শিলংয়ে জরুরি বৈঠক করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মায়ানমারের সেনা সদস্যদের দ্রুত ফেরত পাঠানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে মিজোরাম সরকার।
বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিজোরামের মুখ্যমন্ত্রী বলেন, মানুষ মায়ানমার থেকে আমাদের দেশে আশ্রয়ের জন্য পালিয়ে আসছে। আমরা মানবিক কারণে তাদের সাহায্য করছি। মায়ানমারের সৈন্যরাও ভারতে এসে আশ্রয় নিচ্ছে। আগে আমরা তাদের আকাশপথে ফেরত পাঠাতাম। প্রায় ৪৫০ সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।
গত বছরের শেষ দিক থেকে মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সে দেশের সেনাদের বিরুদ্ধে হামলা বাড়াতে শুরু করে। বিদ্রোহীরা ইতিমধ্যে সেনাদের হটিয়ে বেশ কয়েকটি সেনা শহর দখল করে নিয়েছে। ২০২১ সালে মায়ানমারে সেনা অভ্যুত্থান হয়। এরপর থেকে দেশটির শাসনভার সেনাবাহিনীর হাতেই রয়েছে।
❤ Support Us