- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৫, ২০২৪
লোকসভা ভোটের ঢাকে কাঠি, ২৮,২৯ জানুয়ারি মমতা, অমিত,অভিষেক,রাহুল বাংলার বিভিন্ন স্থানে প্রচার চালাবেন
রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক শুরু করেছেন। রাহুল গান্ধি ২৫ জানুয়ারি কোচবিহারে অসম থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পৌঁছেছেন। আবার তিনি ২৮ জানুয়ারি উত্তরবঙ্গে আসবেন। তবে ওইদিন পুলিশ নিয়োগের পরীক্ষা থাকার জন্য রাহুল গান্ধির অনুষ্ঠানের অনুমতি পুলিশ দেয়নি। হিলকার্ট রোডে কংগ্রেস দফতরে বৃহস্পতিবার ২৮ তারিখ রাহুলের ন্যায় যাত্রার রুট এবং সভাস্থল ঠিক করতে বৈঠক করছেন অধীর রঞ্জন চৌধুরী। ২৯ জানুয়ারিও বাংলায় থাকবেন রাহুল তাঁর ন্যায় যাত্রা নিয়ে।
২৯ জানুয়ার কোচবিহার দিয়ে এ বার এর উত্তরবঙ্গ সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান পরিষেবাতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তারপর জলপাইগুড়ি,মালদা-সহ একাধিক জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে ২৮ জানুয়ারি রাতে রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি শীর্ষ নেতা অমিত শাহ। ওই রাতেই রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করবেন অমিত শাহ। পরদিন অর্থাৎ ২৯ জানুয়ারি সকালে রওনা হবেন মেচেদায়। সেখানে একটি জনসভা অথবা কর্মিসভা করার কথা তাঁর। বিকেলে সায়েন্স সিটিতে দলীয় সভা করবেন স্বরাষ্ট্র মন্ত্রী। তারপর দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে নিউটাউনের হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন শাহ। সেই বৈঠকে লোকসভা নির্বাচন নিয়ে বাংলায় দলের রণকৌশল কি হবে তা চূড়ান্ত করে দেবেন অমিত শাহ। ওই দিন বাংলার লোকসভা ভোটের জন্য একটা রোডম্যাপ তৈরি করে দেবেন তিনি।
এদিকে ২৯ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে, তাঁর লোকসভা কেন্দ্রে রাজনৈতিক এবং সাংগঠনিক পর্যালোচনা বৈঠক করবেন। আমতলা অডিটোরিয়ামে এই বৈঠকে তাঁর লোকসভা এলাকায় কতটা কাজ এগিয়েছে, কোন কাজ বাকি রয়েছে সেই বিষয় তিনি খোঁজ নেবেন। লোকসভা ভোটের আগে জেনে নেবেন স্থানীয় মানুষদের চাওয়া-পাওয়ার বাস্তব চিত্র।
❤ Support Us