- Uncategorized ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ৯, ২০২২
শেষ দুবারের আক্ষেপ ঘুচিয়ে বর্ণময় আয়োজনে সাজছে কলকাতা ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনে একাধিক তারকা সমাহার
বিগ বি র ৮০ তম জন্মদিন পালন করবে চলচ্চিত্র উৎসব কমিটি

কলকাতা ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ১৫ ডিসেম্বর থেকে।উদ্বোধন অনুষ্ঠান নেতাজী ইন্ডোরে। উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে।
এবছর উৎসবের উদ্বোধনী মঞ্চে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সুধীর মিশ্র।’ইয়ে সালি জিন্দেগি’ খ্যাত পরিচালক তাঁর এই স্মারক বক্তৃতায় আমন্ত্রণ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘রায় বাইরের জগতে কি ঘটছে আর কি কি পর্দায় ফুটিয়ে তুলতে হবে এ ব্যাপারে নিজের কাজে ছিলেন ভীষণ রকমের সুনির্দিষ্ট। ঠিক জায়গায় সঙ্গীতের ব্যবহার, অতীত ও বর্তমানকে সংলাপের সঠিক বিন্যাসের মাধ্যমে প্রকাশ-সবেতেই তিনি ছিলেন দক্ষ কিন্তু মজার ব্যাপার তার এই শৈল্পিক কুশলতা সবাই দেখতে পায় না।’
অন্যান্য বারের মত এবারেও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। উপস্থিত থাকবেন অমিতাভ জায়াও। মুখ্যমন্ত্রী কর্তৃক বিশেষ সম্মাননা প্রদানের পাশাপাশি অমিতাভ ভক্তদের জন্য বিশেষ আনন্দের খবর এ বছর উৎসব কমিটি স্থির করেছে অমিতাভ বচ্চনের ৮০ তম জন্মদিন উদযাপনের। সে উপলক্ষে একতি স্বল্প দৈর্ঘ্যের ফিল্ম প্রদর্শিত হবে। অমিতাভকে সম্মান জানাতেই ১৯৭৩ সালে অমিতাভ জয়া অভিনীত হৃষিকেশ মুখার্জি পরিচালিত অভিমান ছবিটিকে উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচন করা হয়েছে।
এবারের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী রানি মুখার্জি ও গায়ক অরিজিত সিং। গত বছর রানি মুখার্জির চলচ্চিত্র জীবনের ২৫ বছর পূর্ণ হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় আছেন কুমার শানু ও অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহাও।
প্রসঙ্গত উল্লেখ্য, গত দু বছরে কোভিড নিয়ন্ত্রণে কলকাতা চলচ্চিত্র উৎসবে তারকা সমাহার ছিল কম, এবারের উৎসবে সেই আক্ষেপ ঘুচে, ২৮ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসব আরও বর্ণময় হয়ে বলেই আশা করছেন উৎসব কমিটি। আট দিন ধরে চলবে ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
❤ Support Us