- দে । শ
- মে ১৬, ২০২৪
ডাকাতির চেষ্টা ব্যর্থ, অস্ত্র উদ্ধার বসিরহাটে, গ্রেপ্তার ৩ দুস্কৃতী

ডাকাতির চেষ্টা বানচাল হল বসিরহাট জেলা পুলিশের তৎপরতায়। ভোটের মুখে প্রচুর অস্ত্র উদ্ধার বসিরহাটে। গ্রেপ্তার ৩ দুস্কৃতী। ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বসিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। বসিরহাট ত্রিমোহনী এলাকা থেকে অস্ত্র সহ ওই ৩ দুস্কৃতীকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। বসিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বলেন, ধৃত ৩ দুস্কৃতীর নাম ওমান ওসমান গাজি, নুর আলম বিশ্বাস, হাসানুর গাজি। তাদের কাছে থেকে একটি ৭ মিলিমিলিটার রিভলবার, ৪ টি তাজা কার্তুজ, একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাত ১২ টা নাগাদ পুলিশ অভিযান চালায় বসিরহাটের ত্রিমোহনী এলাকায়। এই ৩ দুস্কৃতী সেখানো জড়ো হয়েছিল স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্য নিয়ে। বসিরহাট থানার পুলিশ তাদের পাকড়াও করে। ভোটের আগে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন থানা এলাকায় কড়া নজরদারি শুরু করেছে জেলা পুলিশ। এদিন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর পেছনে আর কারা আছে তাদের খোঁজ চালাচ্ছ। এই সব অস্ত্র কোথা থেকে আমদানি করা হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ভোটের মুখে সন্দেশখালি পরিস্থিতি মাথায় রেখে বিভিন্ন রাস্তায় নাকা চেকিং চালাচ্ছে পুলিশ।
❤ Support Us