Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৫, ২০২৪

ভোটে অশান্তি রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাজ্যে। অবৈধ লেনদেন রুখতে গঠিত কেন্দ্রীয় এজেন্সির বিশেষ টিম

সি-ভিজিল অ্যাপের মধ্যমে ভোটাররাই জানাতে পারবেন ভোটকে ঘিরে আশান্তি, হিংসার অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটে অশান্তি রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাজ্যে। অবৈধ লেনদেন রুখতে গঠিত কেন্দ্রীয় এজেন্সির বিশেষ টিম

ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন । মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তাই দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ।

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ । সোমবারই রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারা। রাজনৈতিক দলগুলির বক্তব্য এবং অভাব-অভিযোগ শুনেছে কমিশন। সর্বদল বৈঠকে ছিল তৃণমূল-সহ মোট আটটি দল । এর পাশাপাশি বেশ কয়েক দফায় রাজ্যের বিভিন্ন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকও হয়েছে তাদের। নির্বাচন নিয়ে একাধিক কেন্দ্রীয় এজেন্সির সঙ্গেও তাদের কথা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে তৈরি পোর্টালেরও উল্লেখ করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানান ভোটে অবৈধ টাকার লেনদেন রুখতেই এই ব্যবস্থা ।
তিনি বলেন, রাজ্য প্রশাসনের সহায়তা নিয়েই একযোগে কাজ করবে কেন্দ্রীয় আধা সামরকি বাহিনী এক কেন্দ্রীয় এজেন্সি গুলো। নির্বাচনের সময় বুধে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের সশস্ত্র বাহিনী এবং রাজ্য পুলিশ নিয়েই গড়া হবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । রাজ্য পুলিশের শীর্ষকর্তা, কেন্দ্রীয় বাহিনীর সিয়িও এবং নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি নিয়ে গঠিত কমিটির তত্ত্বাবধানেই থাকবে ওই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । ভোটে হিংসা এবং অবৈধ লেনদেন রুখতে প্রতিটি জেলাতেই থাকবে তাদের কড়া নজরদারি।

এই লোকসভা নির্বাচনে সারা বাংলায় ৮০৪৫৩ বুথে ভোট গ্রহণ হবে। এবছর রাজ্যের মোট ভোটারের সংখ্যা ৭.৫৮ কোটি । তাদের মধ্যে পুরুষ ভোটার ৩.৮৫ কোটি এবং মহিলারা ৩. ৭৩ কোটি । প্রথমবার ভোট দেবেন ১৫.২৫ লক্ষ জন । মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, বাংলা বিখ্যাত ১২ মাসে ১৩ পার্বণের জন্য । সেখানে ১৪-তম উৎসব হতে চলেছে ভোট । সকলকে এই উৎসবে শামিল হওয়ার আর্জি জানান তিনি । তিনি বলেন আমরা সবস্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বলেছি, নিজের কাজ পালন করতে । ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার কাজ সুনিশ্চিত করতে জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন তিনি । পাশাপাশি তিনি বলেন, ভোটকে ঘিরে কোনো বুথে হিংসার ঘটনা ঘটলে নাগরিকরা সরাসরি সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন । দ্রুত সেই অঞ্চলে পৌঁছে তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!