শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মধ্যপ্রধেশে মধ্যযুগীয় বর্বরতা। তিন মাসের কন্যসন্তানকে নিউমোনিয়া সারানোর নামে ৫১ বার গরম রডের ছ্যাঁকা দিল এক তান্ত্রিক। শিশুটির অকাল মৃত্যুতে শোকাহত মার অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করেছে পুলিশ । খোঁজ চলছে পলাতক তান্ত্রিকের।
মধ্যপ্রদেশের শাহদোলে একটি পরিবারের কুসংস্কারের শিকার হতে হল তিন মাসের এক শিশুকে। পরিবার সূত্রে জানা গেছে, শিশুকন্যাটি কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। তাকে প্রথমে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরও বাচ্চাটির স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। সন্তানের মা শাহদোল জেলা হাসপাতালে নিজ সন্তানকে ভর্তি করবার কথা বলেন। কিন্তু পরিবারের লোকজনের চাপে তাকে এলাকার এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। মা বারংবার আপত্তি জানানো সত্ত্বেও শিশুসন্তানটিকে তন্ত্র সাধকের হাতে তুলে দেয় পরিবার। তিনি বার বার অসুস্থ শিশুটির পেটে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দিতে থাকেন। যন্ত্রণায় আর্তনাদ করতে করতে থাকে শিশুটি। মা বার বার এই নারকীয় চিকিৎসা বন্ধের আর্জি জানালেও আত্মীয়-স্বজন এই পদ্ধতিকেই উত্তম পদ্ধতি বলে দাবি করতে থাকেন। শেষ পর্যন্ত বাচ্চা মেয়েটি কাহিল হয়ে পড়লে তাঁকে মা সবার নির্দেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে শাহদোল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালেই তার মৃত্যু হয়।
সন্তানকে হারিয়ে শোকার্ত মা ভেঙে না পরে স্থানীয় থানায় যান। এফআইআর করেন ওই তান্ত্রিক আর নিজের শ্বশুরবাড়ির লোকজনের নামে। অভিযোগ পেয়েই আইনানুযায়ী পদক্ষেপ নেয় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত শিশুকন্যাটির বাড়ির লোকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই তান্ত্রিক নিরুদ্দেশ। পুলিশ সূত্রে খবর, তাঁরা অনুসন্ধান চালাচ্ছেন, খুব শীঘ্রই ধরা পড়বেন ভণ্ড ওই মাতাজি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34