- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১০, ২০২৩
“কালীঘাটার কাকু” আরও ৩টি কোম্পানির সন্ধান পেল ইডি

কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর ৩টি নয় ৬টি কোম্পানি! আগে কালীঘাটের কাকুর ৩টি কোম্পানির হদিশ পেয়েছে ইডি । এখন আরও ৩টি কোম্পানি কালীঘাটের কাকু পরিচালনা করত বলে ইডির তদন্তে উঠে আসছে। এই সমস্ত কোম্পানিগুলোই কালীঘাটের কাকু পরিচালনা করতেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে।
এই কোম্পানিগুলো ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে নথিভুক্ত হয়েছিল। এই কোম্পানিগুলিতে মূলধন হিসেবে ২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। রেজিস্টরের অফ কোম্পানির নথিতে এই সমস্ত কোম্পানির যে ঠিকানা দেওয়া হয়েছে ইডির তদন্তকারীরা তার মধ্যে বেশ কয়েকটি ঠিকানার কোনও অস্তিত্বই পায়নি। ইডির তদন্তকারীরা সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে এখন জানতে চাইছে কেন এই শেল কোম্পানিগুলো খোলা হয়েছিল? এই শেল কোম্পানিগুলোতে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল তার উৎস কী?
শুক্রবার ইডি বিষ্ণুপুরের বাসিন্দা সিভিক ভলিন্টিয়ার রাহুল রেড়াকে সুজয়কৃষ্ণ ভদ্রের মুখোমুখি বসিয়ে জেরা করে। জানতে চায় কার নির্দেশে রাহুল বেড়া কার নির্দেশে কালীঘাটের কাকুর মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য মুছে ফেলেছিল? ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে সুজয়কৃষ্ণ ভদ্রর face book account -এ তারা একটি মেসেজ দেখেছেন তাতে রাহুল বেরাকে মোবাইলের সমস্ত তথ্য মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।
আজ শনিবার আবার রাহুল বেরাকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে সুজয়কৃষ্ণের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে ইডি সূত্রে জানা গেছে। আজ রাহুল বেরাকে ইডি ফের তলব করেছে।
❤ Support Us