- দে । শ
- জুন ৮, ২০২৪
অ্যাম্বুলেন্সের ধাক্কায় গেল তিন নির্মাণ শ্রমিকের

বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কা কাড়ল তিন নির্মাণ শ্রমিকের প্রাণ। শনিবার কেতুগ্রামের ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ৭ নম্বর রাজ্য সড়কে গন্নাসেরান্দি গ্রামের কাছে।
শনিবার সকাল দশটা নাগাদ বীরভূম জেলার কীর্ণাহারের নিমদা এলাকার তিন নির্মাণ শ্রমিক আনারুল হক (৪৭), ইয়াসিন সেখ(১৮) ও গোপল মেটে (৪৬) একটি বাইকে চেপে বীরভূমের সূচপুর গ্রামে কাজে যাচ্ছিল। কেতুগ্রামের গন্নাসেরান্দি গ্রামের কাছে ৭ নম্বর রাজ্য সড়কে বর্ধমানের দিক থেকে দ্রুত গতিতে আসা যাত্রীবিহীন অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারলে বাইক চালক-সহ তিনজনই রাস্তার পাশে ছিটকে পড়ে। পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে তিনজনকে উদ্ধার করে সংশ্লিষ্ট কেতুগ্রাম ১নং ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। যদিও ঘটনাস্থলেই বাইকচালক আনারুল ও গোপালের মৃত্যু হয় বলে পরিবারের দাবি। গুরুতর জখম ইয়াসিন সেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত জানান। ঘাতক অ্যাম্বুলেন্সটিকে আটক করেছে পুলিশ। পলাতক চালককে খুঁজছে ।
❤ Support Us