- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩০, ২০২৪
ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত ৩ জওয়ান, আহত ১৪
ছত্তিশগড়ের আবার মাওবাদী হামলা। নিহত হয়েছেন ৩ জন সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন ১৪ জন। মঙ্গলবার সুকনা জেলায় সিআরপিএফ জওয়ানদের সঙ্গে মাওবাদীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাওবাদীদের কেউ নিহত কিংবা আহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
এলাকার জনগণকে মৌলিক সুযোগ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এবং মাওবাদী কার্যকলাপের ওপর নজর রাখতে সুকমা জেলার তেকুলাগুডেম গ্রামে নিরাপত্তা শিবির স্থাপন করা হয়েছিল। নিরাপত্তা শিবির স্থাপনের পর জেলা রিজার্ভ গার্ড, কোবরা ব্যাটালিয়ন এবং বিশেষ টাস্ক ফোর্স এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় মাওবাদীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। নিরাপত্তা বাহিনীর জবাবে মাওবাদীরা জঙ্গলে পালিয়ে যায়।
আহত সিআরপিএফ জওয়ানদের চিকিৎসার জন্য সুকমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে রায়পুরে নিয়ে যাওয়া হচ্ছে।
দান্তেওয়াড়া, সুকমা এবং বিজাপুরের মত জেলা, নারায়ণপুর এবং কোন্ডাগাঁও এবং আরও উত্তরে কাঙ্কের জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চল হল মাওবাদীদের শক্ত ঘাঁটি এবং করিডোর। এই অঞ্চলে মাওবাদীরা নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে যে কোনও সময় গর্জে ওঠার ক্ষমতা রাখে। ২০২১ সালে টেকুলাগুডেম জঙ্গলে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধে ২২ জন জওয়ান নিহত হয়েছিল।
তবে সবচেয়ে মারাত্মক অতর্কিত হামলা হয়েছিল ২০২১ সালেন এপ্রিলে। বিজাপুর জেলায় প্রায় ২ হাজার নিরাপত্তা কর্মী একজন মাওবাদী নেতার সন্ধান করছিল। সেই সময় মাওবাদীদের প্রায় ৭৫০ জনের প্রশিক্ষিত দল তিন দিক থেকে জওয়ানদের ঘিরে ফেলে এবং কয়েক ঘন্টা ধরে গুলি বর্ষণ করে। সন্ধ্যায় হেলিকপ্টার দিয়ে জীবিতদের উদ্ধার করা হয়। মাওবাদীরা নিহত নিরাপত্তা কর্মীদের অস্ত্র, গোলাবারুদ, ইউনিফর্ম এবং জুতা লুট করে। প্রায় ৩০ জন মাওবাদীও এনকাউন্টারে নিহত হয়েছিল।
❤ Support Us