Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৪, ২০২৪

জম্মু ও কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ ।খতম ৫ জঙ্গি , নিহত আধিকারিকসহ ২ সেনা

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মু ও কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ ।খতম ৫ জঙ্গি , নিহত আধিকারিকসহ ২ সেনা

বিধানসভা নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। তিনটি পৃথক এনকাউন্টারে নিরাপত্তাবাহিনীর গুলিতে মোট ৫ জঙ্গি নিহত নিহত হয়েছে। অন্যদিকে, জঙ্গিদের গুলিতে এক সেনা আধিকারিকসহ ২ জন নিহত হয়েছেন, ২ জন সেনা আহত।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারামুল্লা জেলার সন্ত্রাসবাদীদের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হয়ে শুক্রবার গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু করে। পাত্তান এলাকার চক টেপার ক্রিরিতে জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। গুলির লড়াইয়ে তিনজন জঙ্গি নিহত হয়।

অন্য একটা আলাদা এনকাউন্টারে সেনাবাহিনীর রাইজিং স্টার কর্পস ইউনিটের সৈন্যরা শুক্রবার কাঠুয়ায় দুই সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। এক্স–এ এক বিবৃতিতে রাইজিং স্টার কর্পস ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌অপারেশন শেষ হওয়ার পরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।’‌ এর আগে শুক্রবার, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে একজন জুনিয়র কমিশনড অফিসারসহ দুই সেনা কর্মী নিহত হন এবং ২ জন আহত হন।

গোপনসূ্ত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার সঙ্গে কিশতওয়ারকে সংযোগকারী ছাতরু বেল্টের নাইদঘাম এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করে সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ নিরাপত্তা দল। সেই সময় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ে ৪ জন সেনা আহত হন। আহতদের মধ্যে জুনিয়র কমিশনড অফিসার বিপন কুমার এবং সিপাহী অরবিন্দ সিং পরে মারা যান। একজনের মৃত্যু হয়েছে মাথায় গুলি লেগে। আর একজন মারা গেছেন গ্রেনেড বিস্ফোরণে স্প্লিন্টারের আঘাতে।
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সমাবেশের আগে এই এনকাউন্টারগুলি ঘটেছে। নির্বাচনী সমাবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে ডোডা এবং কিশতওয়ার জেলা জুড়ে, বিশেষ করে অনুষ্ঠানস্থলের চারপাশে বহু স্তরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। গত ৪২ বছরের মধ্যে এটিই হবে কোনও প্রধানমন্ত্রীর প্রথম ডোডা সফর। তিনটি ধাপে জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা ৮ অক্টোবর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!