Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ৪, ২০২২

পাকিস্তানের মসজিদে নমাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৩০, আহত ৫০

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানের মসজিদে নমাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৩০, আহত ৫০

শুক্রবার দুপুরে পেশোয়ারের কিস্‌সা খাওয়ানি বাজারের একটি মসজিদে তখন নামাজ পড়ছিলেন শতাধিক মানুষ। হঠাৎ বোমা বিস্ফোরণে কেপে উঠল চারপাশ । নিহত হলেন অন্তত ৩০ জন। আহত ৫০- এর বেশি।পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে উদ্ধারের কাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। কী ভাবে এই বিস্ফোরণ হল, বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে, লেডি রিডিং হাসাপাতাল কর্তৃপক্ষের সূত্র উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অতি সঙ্কটজনক।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘটনার নিন্দা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন । যাতে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা যায় সে বিষয়েও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!