Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৭, ২০২৪

মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে ৩০ প্রান্তজনের নজির

আরম্ভ ওয়েব ডেস্ক
মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে ৩০ প্রান্তজনের নজির

অঙ্গদানের অঙ্গীকার করে নজির অক্ষরজ্ঞানহীন, গৃহবধূ থেকে শুরু করে গ্রামের প্রান্তিক মানুষজনের। মন্তেশ্বরের ফজলপুর গ্রামের দুর্গামণ্ডপে এই নজিরের মাধ্যমে দেহদানের গুরুত্ব ও সচেতনতার বার্তা ছড়ানোই উদ্দেশ্য, দাবি উদ্যোক্তাদের। ফজলপুরকে বাছার মাধ্যমে অঙ্গদানের প্রচারকে গ্রামাঞ্চলে ছড়ানো হল বলেও মনে করেন তারা। সবমিলিয়ে ৩০ জন অঙ্গদানের অঙ্গীকারপত্রে সই করলেন। শুধু অঙ্গীকারেই আবদ্ধ হলেন না, এরপর এমন অঙ্গীকারে যাতে আর পাঁচজনও আবদ্ধ হন, সেই সচেতনতা প্রচারেও শপথ নিলেন তাঁরা। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন নজিরে, শপথে অভিভূত কলকাতা থেকে আসা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য থেকে শুরু করে আয়োজক ফজলপুর ইউনাইটেড কালচারের কর্মকর্তারা। অঙ্গীকারে সই করাতে আসা তপন কাইতের সঙ্গে কথা বলে জানা গেল, মৃত্যুর পরেও সেই শরীরের বিভিন্ন অঙ্গ অন্যজনের শরীরে প্রতিস্থাপনের মধ্য দিয়ে যে বহু মানুষকে বাঁচানো যায়, সেই বিষয়ে এখনও অনেকেই অন্ধকারে। শুধু তাই নয়, এই নিয়ে এখনও কুসংস্কারও রয়েছে অনেকের মধ্যে। সেটা দূর করতে অঙ্গদানের অঙ্গীকারে স্বাক্ষর করানোর কর্মসূচি শহরের সঙ্গে গ্রামাঞ্চলেও সংগঠিত করা হচ্ছে।

লেখাপড়ার ধারেকাছে হাঁটেননি ফজলপুরের প্রতিমা দপ্তরী। কোনওরকমে নামটা সই করতে পারেন। চায়ের দোকান দিয়ে কোনওরকমে সংসার চালান। অঙ্গদানের অঙ্গীকার সই করে বললেন, ‘টিভির খবরে দেখেছিলাম অঙ্গদানের গুরুত্ব। আমি চলে গেলেও আমার অঙ্গপ্রত্যঙ্গে অন্যের প্রাণ বাঁচবে ভেবেই দেহদান করলাম। হাতের কাছে এমন পুণ্যলাভের সুযোগ কেউ ছাড়ে?’ গ্রামেরই অশীতিপর বাসিন্দা দুই ভাই ভৈরব চট্টোপাধ্যায় ও মনোজ চট্টোপাধ্যায় অঙ্গদানের অঙ্গীকারে স্বাক্ষর করলেন। স্বাস্থ্য দফতরের অবসরপ্রাপ্ত কর্মী ৮৪ বছরের মনোজবাবু বললেন, ‘মৃত্যুর পর শরীরকে যে মহৎ কাজে লাগানো যেতে পারে, সেই বিষয়ে এখনও বহু মানুষ অন্ধকারে রয়েছে। আমার মৃত্যুর পর আমার শরীরের অঙ্গ যদি কারও কোনও কাজে লাগে, কেউ যদি জীবন ফিরে পায়, তার থেকে আর মহান কাজ কী হতে পারে?’ ২৩ বছরের বধূ সুপ্রতিভা দেবনাথও অঙ্গদানের অঙ্গীকারপত্রে সই করলেন।  জানালেন, ‘আমার মৃত্যুর পরতো শরীরটা ছাই হয়ে যাবে। কিন্তু মরণোত্তর দেহদানের ফলে মৃত্যুর পর আমার শরীরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ অন্যের কাজে লাগবে জেনে ভাল লাগছে।’ জানা গেল, এখানকার আরও ৪০ জন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করবেন বলে ফর্ম নিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!