Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১৫, ২০২২

৮৭ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ফোন নিয়ে চম্পট। ১৬ ঘন্টার মধ্যে পাকড়াও ঝাড়ুদার ।

আরম্ভ ওয়েব ডেস্ক
৮৭ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ফোন নিয়ে চম্পট। ১৬ ঘন্টার মধ্যে পাকড়াও ঝাড়ুদার ।

দিল্লির তিলক নগরে রোমহর্ষক ঘটনা । ৮৭ বছরের এক শয্যাশায়ী মহিলাকে ধর্ষণ করে ৩০ বছরের এক দুষ্কূতী। পেশায় সে ঝাড়ুদার। টুইটার হ্যান্ডেলে পুলিস জানিয়েছে, আমরা অভিযুক্তকে ১৬ ঘন্টার পাকাড়াও করেছি । সে তার দোষ স্বীকার করে বলেছে— রবিবার সন্ধ্যেয় মহিলার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে, সে চুপি চুপি ওই অশিতীপর মহিলার ঘরে ঢুকে পরে । বৃদ্ধা তার পরিচয় জানতে চাইলে জবাব দেয়, সে একটি গ্যাস এজেন্সিতে কাজ করে এবং কাজের জন্যই তাকে বাড়িতে ডাকা হয়েছে । তক্ষুণি সে মহিলার ওপর চড়াও হয়।
রবিবার রাতেই থানায় ফোন করে অভিযোগ দায়ের করেন ভদ্রমহিলার মেয়ে। পাশাপাশি মোবাইল চুরির কথাও পুলিসকে জানান । দিল্লি পুলিস বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করে দ্রুত খোঁজখবর শুরু করে দেয় এবং অভিযোগ পাওয়ার ১৬ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে ।

 

 

 

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!