Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২০, ২০২৪

বিষ মদ কান্ডে তামিলনাড়ুতে মৃত ৩৪, ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী স্তালিনের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিষ মদ কান্ডে তামিলনাড়ুতে মৃত ৩৪, ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী স্তালিনের

বুধবার তামিলনাড়ুতে বিষ মদ খেয়ে মৃত্যুর খবরে নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এম কে স্তালিন বৃহস্পতিবার জানিয়েছেন, বিষ মদ পান করে কাল্লাকুরিচি জেলায় আপাতত ৩৪ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছেন। আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্তালিন।এই মৃত্যুতে শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘বিষ মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ও দুঃখিত। এই অপরাধের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। কর্মকর্তাদের কাজে গাফিলতির জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রশাসনিক ভাবেও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। কাল্লাকুরচির জেলাশাসককে বদলি করে দেওয়া হয়েছে। জেলার পুলিশ সুপারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও একাধিক পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। রাজ্যে একাধিক বেআইনি মদের দোকানে হানা দিয়ে কয়েকশো লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্র অনুযায়ী, বিষ মদ পান করে অসুস্থ এমন ১০৭ জন বাসিন্দা কাল্লাকুরিচি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ইতিমধ্যে তাঁদের মধ্যে ৫৯ জনকে সালেম,ভিল্লুপুরাম ও পুডুচেরির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে। এআইএডিএমকে আইনজীবীরা মাদ্রাজ হাইকোর্টকে কাল্লাকুরিচি বেআইনি মদ ট্র্যাজেডি ইস্যুতে একটি জরুরি পিটিশন শুনানির জন্য গ্রহণ করার অনুরোধ করেছেন ।

এই ঘটনায় শাসক দল ডিএমকে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে। আগামী ২২ জুন রাজ্যের বিজেপি সভাপতি আন্নামালাই রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছেন। বিজেপি বিধায়ক ভানাথি শ্রীনিবাসন রাজ্যের শাসক দলকে এক হাত নিয়ে বলেছেন, এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলার ঘোর অবনতিকে ইঙ্গিত করছে। রাজ্যে ঘন ঘন এমন ঘটনা ঘটছে। তাঁর বক্তব্য, তাঁর দল সবসময় ড্রাগ ও অন্যান্য নেশ সংক্রান্ত ব্যাপারে বরাবর প্রতিবাদ জানিয়ে এসেছে। সরকার যে এই ব্যাপারে অবগত নয়, এমন নয়। রাজ্যের বিধানসভায় এ নিয়ে তাঁর দল প্রতিবাদে মুখর হবে বলে জানিয়েছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!