Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২৪, ২০২৪

রাজ্য-ভিনরাজ্যে ২ চুরি, গ্রেপ্তার ৪

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্য-ভিনরাজ্যে ২ চুরি, গ্রেপ্তার ৪

অন্ধ্রপ্রদেশের গুন্টুরে সোনার দোকানে কাজ করতে গিয়েছিল মন্তেশ্বরের কুসুমগ্রামের যুবক জিন্নাত শেখে। সেই দোকান থেকে ৬৩০ গ্রাম সোনা চুরি করে জিন্নাত বাড়ি চলে আসে বলে অভিযোগ। যে সোনার বাজার দর প্রায় ৪০ লাখ টাকা। দোকানের মালিক রবি কুমারের অভিযোগের ভিত্তিতে মন্তেশ্বর পুলিশের সাহায্যে অন্ধ্রপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করল জিন্নাতকে। তাকে কালনা আদালতে পেশ করে ট্রানজিট রিমাণ্ডে অন্ধ্রপ্রদেশ নিয়ে গেল গুন্টুরের পুলিশ। পুলিশ জানতে পেরেছে চুরি করা সোনা চন্দননগরের একটি সোনার দোকানে বিক্রি করেছে জিন্নাত। এদিকে রেলের পার্সেল কামরা বুকিং করা কাপড়ের গাঁটের লাগেজ চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করল আরপিএফ-র কালনা শাখা। ধৃত অভিজিৎ দাস, অভিরাম মণ্ডল ও বিজন পাল হুগলীর বলাগড় থানা এলাকার গুপ্তিপাড়ার বাসিন্দা। তাদেরকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক অভিজিৎ ও বিজনকে আরপিএফ হেফাজত ও অভিরামকে জেল হেফাজতের নির্দেশ দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!