Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • অক্টোবর ১৬, ২০২৩

পুজোর চারদিন দেখুন চারটি নতুন বাংলা সিনেমা, তালিকায় রয়েছে “বাঘাযতীন”, “দশম অবতার”, “রক্তবীজ” এবং “জঙ্গলে মিতিন মাসি”

আরম্ভ ওয়েব ডেস্ক
পুজোর চারদিন দেখুন চারটি নতুন বাংলা সিনেমা, তালিকায় রয়েছে “বাঘাযতীন”, “দশম অবতার”, “রক্তবীজ” এবং “জঙ্গলে মিতিন মাসি”

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। বাংলা ও বাঙালি এখন দুর্গোৎসবে সারা বছরের যত গ্লানি তার থেকে মুক্ত হয়ে নিজেদের উজাড় করে আনন্দের সাগরে ভেসে যাবে ২১ থেকে ২৪ অক্টোবর, এই চারটি দিন। সারা বছর এই ডিঙ্কটির অপেক্ষায় বসে থাকা বাংলায় সেই কাঙ্খিত সময় উপস্থিত হয়েছে। দূর্গা পুজো  মানে শুধু শাস্ত্রীয় বিধি মেনে দেবী দুর্গার পুজো করা নয়। দেবী দূর্গা যেন এই ক’টা দিন বাঙালির ঘরের মেয়ে হয়ে ওঠেন। তাঁকে ঘিরে সংস্কৃতির একটা মুক্ত মঞ্চ হয়ে ওঠে বাংলা তথা কলকাতা। এই সময় বাঙালির পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, শিল্প সংস্কৃতি সবেতেই নতুনের ছোঁয়া লাগে। পুজোয় মুক্তি পায় নতুন সিনেমা। এবার পুজোয় মুক্তি পেতে চলেছে বড় ব্যানারের চার-চারটে ছবি। তাই বলা যায়  বাঙালি এক কথায় মুখিয়ে আছে পুজোয় জমিয়ে বাংলা সিনেমা দেখবে বলে।

এবার আসা যাক পুজোয় কোন কোন সিনেমা বাংলার দর্শকদের মন জয় করতে আসছে। এই তালিকায় আছে দেব অভিনীত বাঘা যতীন, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত রক্তবীজ এবং কোয়েল মল্লিক অভিনীত জঙ্গলে মিতিন মাসি।

বাঘা যতীন সিনেমার প্রথম ঝলক চলতি বছরে স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্যে আসে। অরুণ রায় পরিচালনা করেছেন এই ছবির। এর আগে তিনি ৮/১২, হীরালাল, এগারোর মতো একাধিক পিরিয়ড ছবি করেছেন।

এদিকে পিছিয়ে নেই রক্তবীজ এবং জঙ্গলে মিতিন মাসি। বিশ্ব হাতি দিবসে প্রকাশ্যে আনা হয়েছে সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি করা জঙ্গলে মিতিন মাসি সিনেমার পোস্টার। এই ছবিতে কোয়েল মল্লিক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শুভ্রজিৎ দত্ত, অসীম রায়চৌধুরী, লেখা চট্টোপাধ্যায় ।

উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে স্বাধীনতা দিবসের দিন তাদের পুজোর ছবি রক্তবীজ-এর পোস্টার প্রকাশ রিলিজ হয়। তাতে নতুন লুকে ধরা দেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি। উপরোক্ত তিন অভিনেতা ছাড়াও সত্যম ভট্টাচার্য থাকছেন। রক্তবীজ ছবির অ্যাকশন ডিরেক্টর হলেন বলিউডের মনোহর ভার্মা। যেহেতু এই ঘটনা পুজোর সময়ই ঘটেছিল তাই পরিচালকদ্বয় এটিকে পুজোর ছবি বলে আখ্যা দিয়েছেন।

দশম অবতার সিনেমার লোগো লঞ্চ হল কিছুদিন আগেই বাগবাজারের বসু বাটিতে। এই ছবিতে প্রসেনজিৎ ছাড়াও জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, প্রমুখকে অভিনয় করতে দেখা যাবে। এটা সিনেমাটি মূলত বাইশে শ্রাবণ ছবির প্রিকুয়েল এবং সঙ্গে মিশে যাবে ভিঞ্চি দা ছবিটিও। অর্থাৎ দুই ছবির দুই পুলিশ অফিসার প্রবীর রায়চৌধুরী এবং বিজয় পোদ্দারকে দেখা যাবে এই সিনেমায় অভিনয় করতে। এবার ঠিক করে ফেলুন,  চারটি বাংলা সিনেমার কোনটি দিয়ে আপনি আপনার পুজোর সিনেমা দেখা শুরু করবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!