Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৪

পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ চার নাবালক, নাবালিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ চার নাবালক, নাবালিকা

আগুনে ঝলসে গেল চার শিশু । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাইস মিল রোডে । একটি পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলার সময় আচমকাই আগুন লাগে, তাতেই অগ্নিদগ্ধ হয় চার নাবালক এবং নাবালিকা । তাদের নাম শিবা সিং, গোলু সিং, আয়ুষ সাউ ও পূর্বা সাউ । চারজনকে প্রথমে একটি পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে আশঙ্কাজনক অবস্থায় অপর দুই জনকে অন্যত্র নিয়ে যাওয়া হয় । গাড়িতে কী ভাবে আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ ।

বুধবার দুপুর ৩টে নাগাদ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির ভেতর খেলা করছিল স্থানীয় চারটি শিশু । আচমকা সেই গাড়িকে দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা । চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকেই দগ্ধ অবস্থায় উদ্ধার করে চারজনকে হাসপাতলে নিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ । যে ব্যক্তি বাচ্চাদের উদ্ধার করে সেও অসুস্থ হয়ে পড়লে তাঁকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় পুরনো ভাঙাচোরা গাড়ি বিক্রি হয় । পরিতক্ত গাড়িতে এলাকার বাচ্চারা বহু খেলাধূলা করে। এদিন একটি শিশু জলন্ত প্রদীপ নিয়ে ঢুকে পড়েছিল গাড়ির ভিতর । সেই প্রদীপের শিখা থেকেই আগুন লাগে । চারটি শিশুর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে । তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!