Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৩

পারস্পরিক বন্দি মুক্তির সিদ্ধান্ত, শুক্রবার ৪দিনের যুদ্ধবিরতিতে যাচ্ছে ইসরায়েল-হামাস

আরম্ভ ওয়েব ডেস্ক
পারস্পরিক বন্দি মুক্তির সিদ্ধান্ত, শুক্রবার ৪দিনের যুদ্ধবিরতিতে যাচ্ছে ইসরায়েল-হামাস

ইসরায়েল-হামাস যুদ্ধের ৪৯ তম দিনে গাজায় শুক্রবার, ২৪  নভেম্বর, ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হচ্ছে। উভয় পক্ষই চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে । এই যুদ্ধবিরতির শর্ত সাধারণ বন্দি এবং ফিলিস্তিনি বন্দিদের বিকেলের পরে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল-হামাস ৪৯ দিনের যুদ্ধে চার দিনের যুদ্ধবিরতি শুক্রবার সকাল ৭ টায় কার্যকর হয়েছে ৷ হামাস শুক্রবার ১৩ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে।

কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সমঝোতাকৃত যুদ্ধবিরতি চুক্তিটি সাত সপ্তাহ ধরে চলতে থাকা যুদ্ধে প্রথম বিরতি নিয়ে এল। এই যুদ্ধে হাজার হাজার মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয় ৭ অক্টোবর হামাসের ইসরায়েলের উপর রকেট হামলা চালাবার পর। এই হামলায় বহু ইসরায়েলি নিহত হয়। ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে প্রায় ২৫০০ সন্ত্রাসী ইসরায়েল সীমান্ত লঙ্ঘন করে। হামাস  আক্রমণের সময় প্রায় ২৪০ মানুষকে বন্দি করে। ইসরায়েলের প্রায় ১২০০ মানুষকে হামাস হত্যা করেছিল, এদের মধ্যে বেশিরভাগ সাধারণ মানুষ , তারা একটি মিউজিক কনসার্টে তখন ছিল। তারপর থেকেই ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা অঞ্চল থেকে হামাসকে নির্মূল করতে চূড়ান্ত আক্রমণ শুরু করেছে। ৪৯ দিনের মাথায় এসে সেই রক্তক্ষয়ী যুদ্ধ চারদিনের বিরতিতে যাচ্ছে।

জানা গেছে এই চারদিনের যুদ্ধবিরতির ফলে ৫০ জন ইসরায়েলি পণবন্দিকে হামাসের হাত থেকে ফিরিয়ে আনা হবে। এই খবর পেয়ে থমাস হ্যান্ড নামের এক ইসরায়েল বাসিন্দা  ইসরায়েল সরকারের কাছে তাঁর ৯ বছর বয়েসী মেয়ে এমিলিকে ফিরে পাওয়ার কাতর আবেদন জানিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলার সময় যে সব ইস্রায়েলবাসীদের অপহরণ করা হয়, তাদের মধ্যে এই ৯ বছরের এমিলি রয়েছে। এমিলির বাবা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, আমি শুনেছি ৫০ জন ইস্রায়েলীকে মুক্ত করে আনা হচ্ছে। আমি ইসরকায়েল সরকারের কাছে আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছি। তবে যতক্ষণ না আমি আমার মেয়েকে নিজের হাতে ফিরে পাচ্ছি ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারব না। যুদ্ধ বিরতি উভয় দেশের পক্ষেই মঙ্গলজনক বলেই থমাস হ্যান্ড মন্তব্য করেছেন।

যুদ্ধবিরতি চুক্তির অধীনে ৫০ জন বন্দিকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হামাস যা জানিয়েছে তাদের জিম্মায় ১৫০ জন বন্দি রয়েছে।   তাদের মধ্য থেকে নারী ও শিশুদের প্রথমে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল বলেছে যে প্রতি অতিরিক্ত ১০ জন বন্দিকে মুক্ত করার জন্য যুদ্ধবিরতি একদিন করে বাড়ানো হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ম্যাসাচুসেটসের নানটুকেটে ছুটি কাটাচ্ছেন, তিনি উচ্চাশা প্রকাশ করে বলেছেন ৩ বছর বয়সী আমেরিকান মেয়ে প্রথমে মুক্তিপ্রাপ্তদের মধ্যে থাকবে।

ফিলিস্তিন-ইসরায়েল এই সংঘর্ষে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৬ হাজার ২০০ ছাড়িয়েছে। উভয় পক্ষের দ্বারা প্রকাশিত সরকারী তথ্য এটাই জানাচ্ছে। বৃহস্পতিবার হামাসের মিডিয়া অফিস জানিয়েছে যে ৭ অক্টোবর থেকে এই যুদ্ধে, গাজা উপত্যকায় ১৪ হাজার ৮৫৪ জন নিহত হয়েছে।

ইসমাইল আল-থাওয়াবতা, সংবাদ মাধ্যমের অধিকর্তা জানিয়েছেন, মৃতদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু এবং ৪ হাজারের বেশি মহিলা রয়েছে, এবং ৩৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!