Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৩, ২০২৩

৭৬ তম কানে প্রদর্শিত হবে চার ভারতীয় ছবি, উচ্ছ্বসিত ভারতীয় সিনে প্রেমীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
৭৬ তম কানে প্রদর্শিত হবে চার ভারতীয় ছবি, উচ্ছ্বসিত ভারতীয় সিনে প্রেমীরা

সিনেমা জগতে কান চলচ্চিত্র উৎসব যথেষ্ট জাঁকজমকপূর্ণ ও সম্মানজনক একটি অনুষ্ঠান। সমস্ত অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকদের কাছে স্বপ্ন থাকে মর্যাদাপূর্ণ উৎসবে নিজেদের ছবি যাতে জায়গা পায়। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় চিত্র পরিচলকদের সে সেপন পূরণ করতে চলেছে। মোট চারটি দেশীয় ছবি জায়গা করে জায়গা করে নিয়েছে উৎসবে। ১৬ মে থেকে শুরু। চলবে ২৭ তারিখ পর্যন্ত।

ভারতীয় ছবিগুলোর মধ্যে প্রথমেই রয়েছে, শচীন খেড়কর ও উষা যাদব অভিনীত ‘ফায়ার ব্র্যাণ্ড’। মূলত একজন মহিলা উকিলের জীবনসংগ্রামকে কেন্দ্র করে গল্পটি নির্মিত। ২০১৯ সালে র ২২ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে প্রকাশিত হওয়া গল্পটি আবির্ভাবেই দর্শকের মন জয় করে নিয়েছিল।এখন তা বিশ্বজয়ের পথে।

দ্বিতীয় যে ছবিটির কথা অবশ্যই বলা দরকার তা হল মণিপুরি চিত্র পরিচালক অনির্বাণ শ্যাম পরিচালিত ‘ইশানৌ’। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবি ২০২৩ কান চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য পুননির্মিত করা হয়েছে। ধ্রুপদী চলচ্চিত্র বিভাগে জায়গা করে নিয়েছে ছবিটি। ১৯ মে দেখানো হবে এছবি।
অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি কেনেডিও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। এই ছবিতে অভিনয় করেছেন রাহুল ভাট, সানি লিওনি ও অভিলাষ থাপ্লিয়াল । অনিদ্রার সমস্যায় জর্জরিত একজন পুলিশ আধিকারিকের দুর্নীতির বিরুদ্ধে লরাইকে কেন্দ্র করে আবর্তিত এ ছবি। মূলত মধ্যরাতে প্রদর্শনের জন্য ছবিটিকে বাছা হয়েছে।

এছারাও রয়েছে কানু বেহেলে পরিচালিত ‘আগ্রা’। যাতে অভিনয় করেছেন ‘আশিকি’ খ্যাত রাহুল রায়। যিনি দীর্ঘদিন পর ছবির জগতে ফিরে এসেছেন। এছাড়াও এছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা বোস, মোহিত আগরওয়াল, রুহানি শর্মা ভিভা চিব্বার, সোনাল ঝা ও আচল গোস্বামী। মূলত ঐত্তিহাসিক শহর আগ্রার একটি পরিবারের দৈনন্দিন ঘাত-প্রতিঘাতের কথা বলেছে ছবিটি। সমস্ত ভারতীয় ছবিই কানে প্রশংসিত হতে পারে এব্যাপারে আশাবাদী চলচ্চিত্র সমালোচকরা।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!