- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২৯, ২০২২
লাল বঙ্গে নতুনের কেতন, সম্পাদক মন্ডলীতে চার ঝকঝকে ‘তরুণ’

আজ শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক শেষ হবে। বৃহস্পতিবারের বৈঠকে নতুন চার সদস্যের নাম প্রস্তাবিত হয়। উত্তরবঙ্গ থেকে জিয়া উল আলম, জীবেশ সরকার, হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ এবং জঙ্গল মহলের দেবলীনা হেমব্রম । এঁদের প্রত্যেকেই সুপরিচিত, ছাত্র আন্দোলন ছুঁয়ে উঠে আসা নেতা। এবার রাজ্য সম্পাদক হয়েছেন লড়াকু মহম্মদ সেলিম । কলকাতার বাসিন্দা। এককালের ডাকসাইটে ছাত্র নেতা, সেলিমের পাশাপাশি নির্বাচিত হয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য, রামচন্দ্র ডোম, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, আভাষ রায় চৌধুরী, সুমিত দে, শমীক লাহিড়ি, কল্লোল মজুমদার, অনাদি শাহু ও পলাশ দাস । আগের রাজ্য সম্পাদকমন্ডলী থেকে দলীয় নীতি মেনে বাদ দেওয়া হয়েছিল বিমান বসু থেকে অশোক ভট্টাচার্য পর্যন্ত প্রথম সারির জনপ্রিয় অভিজ্ঞ নেতাদের । শূন্য ছিল কয়েকটি আসন । নতুন ৪ মুখের অন্তর্ভূতিতে ভরাট হয়ে গেল শূন্যতা ।
সামাজিক দাবিকে গুরুত্ব দিয়ে সিপিএম তার নেতৃত্ব নতুনদের হাতে তুলে দিয়েছে। জেলা কমিটিতেও নতুনের আবাহন । ইতিমধ্যে পরপর কয়েকটি ভোটে সিপিএম বিজেপিও কংগ্রেসের চেয়ে বেশি ভোট পেয়েছে। আপাত দৃষ্টিতে হাওয়া অনুকূল। নতুন নেতৃত্বে এ হাওয়াকে সম্ভবত যথাসাধ্য বব্যহার করার চেষ্টা করবে। অসুবিধা একটাই, নব প্রজন্ম এখনও রূপ বদলায়নি । সিপিএমের দিকে ঝুঁকতে তাদের সময় লাগবে ।
❤ Support Us