- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২০, ২০২৩
ধোনির রেকর্ড স্পর্শ করলেন রোহিত, চলতি সিরিজেই ভেঙে দিতে পারেন

খুব বেশিদিন হয়নি জাতীয় দলের নেতৃত্বে এসেছেন। অথচ এর মধ্যেই মহেন্দ্র সিং ধোনির কৃতিত্ব স্পর্শ করলেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে জীবনের প্রথম চারটি টেস্ট জয়ের কৃতিত্ব বিশ্বের মাত্র দুজন অধিনায়কই দেখাতে পেরেছেন। এরা হলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি ও পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ধোনির কৃতিত্ব স্পর্শ করলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্ট জেতার পরপরই টানা ৪ টেস্ট জেতার কৃতিত্ব দেখালেন ভারতীয় দলের এই অধিনায়ক।
রোহিত শর্মার নেতৃত্বে গত বছর শ্রীলঙ্কাকে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল ভারত। চলতি সিরিজে ভারত এখন এগিয়ে ২-০ ব্যবধানে। ভারতীয় দল যে ফর্মে রয়েছে তাতে ৩-০ বা ৪-০ ব্যবধানে সিরিজ জেতাও অসম্ভব নয়। সেক্ষেত্রে রোহিত টেস্ট ক্রিকেটে এককভাবে অনন্য নজির গড়ে ফেলবেন। আগেই নজির গড়তে পারতেন রোহিত। চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে খেলতে পারেননি। ওই দুটি টেস্টে খেলতে পারলে এতদিন ধোনি–বাবরের রেকর্ড ভেঙে দিতেন। তবে ভারত যেরকম ফর্মে আছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই ধোনিদের ছাপিয়ে যাবেন রোহিত।
২০০৮ সালে ভারতের টেস্ট দলেন নেতৃত্ব পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্ট ভারত জিতেছিল ৮ উইকেটে। এরপর অস্ট্রেলিয়াকেও ধোনির নেতৃত্বে ভারত দুটি টেস্টে হারিয়েছিল। সেই বছরের শেষে ভারত চেন্নাইয়ে ইংল্যান্ডকে ভারত ৬ উইকেটে হারিয়েছিল।
অন্যদিকে, বাবর আজম পাকিস্তান টেস্ট দলের নেতৃত্বে এসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে জেতান। এরপর জিম্বাবোয়েকেও পাকিস্তান হারিয়েছিল ২-০ ব্যবধানে। তখনই অধিনায়ক হিসেবে প্রথম চারটি টেস্ট জেতার ধোনির নজির স্পর্শ করেন বাবর। সেই কীর্তিতে এবার থাবা বসালেন রোহিত। অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি রোহিত ব্যাট হাতেও ভালো ফর্মে রয়েছেন। যে চারটি টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছেন তাতে রোহিত মোট ২৭৩ রান করেছেন। গড় ৪৫.৫০।
❤ Support Us