- দে । শ
- জুন ১১, ২০২৪
মঙ্গলকোটে বজ্রাঘাতে মহিলা-সহ ৪ জনের মৃত্যু, জখম ছাত্রী

সোমবার সন্ধ্যার বাজ কেড়ে মঙ্গলকোট থানা এলাকার ৪টি প্রাণ। মৃতদের মধ্যে রয়েছে এক গৃহবধূও। জখম এক দশমের ছাত্রী। কয়েকদিন তীব্র গরমের পর হঠাৎই সোমবার সন্ধ্যার সময় আচমকা ঝড়-বৃষ্টি শুরু হয় কাটোয়া মহকুমাজুড়ে। তবে ঝড়-বৃষ্টি তেমন না হলেও ঘন ঘন বিদ্যুৎ চমক ও জোরালো শব্দে মুহুর্মুহু বজ্রপাতে আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে।
ঝড়-বৃষ্টি শুরু হতেই গরু নিয়ে বাড়ির পথ ধরেন কৈচর পঞ্চায়েতের কানাইডাঙা গ্রামের একদল চাষি। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় অজিত ঘোষ (৫০) ও বিজয় ঘোষ (৫১) নামে ২ কৃষকের। প্রতিবেশী সৌরভ ঘোষ জানান, সোমবার সন্ধ্যেবেলায় মাঠ থেকে গোরু চড়িয়ে কয়েকজন গ্রামবাসী বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা ঝড়, বৃষ্টি আর বাজ পড়া শুরু হয়। মাঠের মধ্যেই বজ্রপাতের কবলে পড়ে অজিত ও বিজয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। তাদের সঙ্গে থাকা আরও তিনজনের অবশ্য কিছু হয়নি। এছাড়াও বাড়ির মধ্যেই বজ্রাঘাতে মৃত্যু হয়েছে জিলাই মোল্লা (৪৫) নামে মঙ্গলকোটের ঠ্যাঙাপাড়ার এক বাসিন্দার। মঙ্গলকোটের সাকোনা গ্রামের গৃহবধূ রোজিনা বিবিরও (৩৩) প্রাণ গেল বজ্রাহত হয়ে। এক সন্ধ্যায় চারজনকে হারিয়ে শোকের ছায়া মঙ্গলকোটে। এদিকে মঙ্গলকোটের ন’পাড়া গ্রামের দশমের ছাত্রী হাসনাহারা খাতুন টিউশানি পড়ে বাড়ি ফেরার পথে বাজ পড়ে জখম। তার চিকিৎসা চলছে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানান, ‘খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।’
❤ Support Us