- দে । শ
- নভেম্বর ৪, ২০২৪
ফের বেপরোয়া গতির বলি ৪ ছাত্র

সমূহ বিপদের শঙ্কা। কিন্তু বাইকে স্টার্ট দিলেই কোথা থেকে অ্যাডভেঞ্চার মাথায় ভর করে। গতিতে জোড়ে ঝড়। ঘটে দুর্ঘটনা। হয় মৃত্যু। তবু এই প্রাণঘাতী অ্যাডভেঞ্চারে ইতি পড়ে না। কালীপুজোর রাতে এসটিকেকে রোডের পূর্বস্থলীর গৌরাঙ্গপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৪ ছাত্রের মৃত্যুতে ফের সেই চেনা তথ্যই উঠে এল। বাইক চালানোর ন্যূনতম বিধিরও তোয়াক্কা করেনি নসরৎপুর পঞ্চায়েতের পারুলডাঙা ও ডাঙাপাড়ার কলেজ পড়ুয়া আবদুল সেলিম মোল্লা (২৬) এবং স্থানীয় পারুলডাঙা হাইস্কুলের ছাত্র আরিফ শেখ (১৮), নওয়াজ আলি মণ্ডল (১৫) ও আবু বক্কর সিদ্দিকি মণ্ডল (১৭)। একটা বাইকে চালক-সহ ৪ জন ছিল। ফলে চালক আরিফকে বসতে হয় তেলের ট্যাঙ্কারের উপরে। কারও মাথায় হেলমেট ছিল না। নবদ্বীপ থেকে বাড়ি ফিরছিল কার্যত ঝড়ের গতিতে।
প্রত্যক্ষদর্শী থেকে পুলিশ, সকলেরই মত, গতিতে লাগাম থাকলে অন্তত প্রাণটুকু যেত না। এসটিকেকে রোডের কয়েকটি জায়গায় রয়েছে বিপজ্জনক বাঁক। দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে কালনার এসডিপিও জানান, ‘বিপজ্জনক গতি কমানোর জন্য সচেতনতা প্রচার করা হয়। বাঁকগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে।’ কিছুদিন আগে কালনার মহিষমর্দিনীতলায় তীব্র গতিতে বাইক চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে ২ ছাত্র। একজনের মৃত্যু হয়। রাত বাড়লেই কাটোয়া ও কালনা শহর ও লাগোয়া বিভিন্ন এলাকায় শুরু হয় তীব্র গতিতে বাইক রেস। কেউ কেউ আবার সেই অবস্থাতেই সেলফি তোলে। অনেকে সাইলেন্সর খুলে দেওয়ায় বিকট আওয়াজ হয়। উৎসবের সময়ে এই দাপাদাপি আরও বাড়ে।
পূর্বস্থলীর দুর্ঘটনায় মৃত ৪ জনের পরিবারই দরিদ্র। তাদের ঘিরে পরিবারগুলির অনেক স্বপ্ন ছিল। অকালমৃত্যুতে সব স্বপ্নই সমাহিত। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, ‘আমি নিজে মুখ্যমন্ত্রীর সচিবালয় ও জেলাশাসকের সঙ্গে কথা বলেছি। পরিবারগুলির পাশে থাকার জন্য যা যা করণীয় করব।’ স্থানীয় ও মৃতদের পরিবার সূত্রের খবর, আরিফ শেখ একাদশ, নওয়াজ আলি মণ্ডল অষ্টম ও আবু বককর সিদ্দিকি মণ্ডল দশমের ছাত্র। আবদুল সেলিম মোল্লা কলেজে পড়তে পড়তেই পুলিশের চাকরির জন্য কোচিং নিচ্ছিল। সকলেই ছিল বন্ধুস্থানীয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আরিফ তার বাবার মোটরবাইকে ৩ জনকে চাপিয়ে নবদ্বীপ যায়। বাড়ি ফেরার পথে তাদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার মাঝে পদ্মা মণ্ডল নামে এক মাঝবয়েসী মহিলা চলন্ত বাইকের সামনে এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে সজোরে ধাক্কা মারে বাইক। মহিলা রাস্তার ধারে ছিটকে পড়ে যান। উল্টে যায় বাইকটি। সেইসময় উল্টোদিক অর্থাৎ কালনার দিক থেকে আসা একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান তীব্র গতিতে এসে বাইকে থাকা ৪ জনকেই পিষে দিয়ে চলে যায়।
❤ Support Us