- এই মুহূর্তে দে । শ
- জুন ১২, ২০২৪
রাজ্যে চার বছরের শিশুর দেহে মিলল বার্ড ফ্লুর ভাইরাস

পশ্চিমবঙ্গে এক চার বছরের শিশুর শরীরে মিলল বার্ড ফ্লুর জন্য দায়ী এইচ৯এন২ ভাইরাস। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এই সংবাদটি জানিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে গুরুতর শ্বাসকষ্ট ,খাদ্যে অরুচি, প্রবল জ্বর ও তলপেটে ব্যথা নিয়ে তাকে স্থানীয় হাসপাতালে পেডিয়াট্রিক কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। চিকিৎসার তিন মাস পর তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়।
অনুমান করা হচ্ছে, আশেপাশের কোনও পোলট্রি খামার থেকে এ সংক্রমণ ছড়িয়েছে। যদিও তার পরিবারের লোকজনের দাবি, তাঁরা কলকাতায় কোনও পোলট্রি ফার্মের সংস্পর্শে আসেননি। সেক্ষেত্রে রোগটির উৎস নিয়ে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিশুটির পরিবারের কারোর শ্বাসকষ্ট জনিত কোনও সমস্যা নেই, ফলে তাঁদের থেকে সংক্রমণ ছড়িয়েছে এমন বলা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই রোগের জন্য শিশুটিকে কোনও আগাম টিকা দেওয়া হয়েছিল কিনা তা জানা যায়নি।
ভারতের এ নিয়ে দ্বিতীয়বার মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া গেল। এর আগে ২০১৯ সালে এক ব্যক্তির শরীরে এই এইচ৯এন২ ভাইরাসের উপস্থিতি মিলেছিল। বিগত কয়েক বছরে এ নিয়ে দ্বিতীয়বার ভারতে এমন ঘটনা ঘটল।
পাখিদের শরীরে এই রোগ দেখা দিলেও মানবদেহে তা থেকে সংক্রমণের আশঙ্কা অত্যন্ত কম। একমাত্র বার্ড ফ্লুতে আক্রান্ত কোনও পাখির সঙ্গে কোনও মানুষের সংস্পর্শ হলে সংক্রমণ ছড়াতে পারে। মানব দেহ থেকে অন্য মানবদেহে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা কম থাকে। কিন্তু যদি সেরকম কিছু ঘটে , সেক্ষেত্রে এক মানুষ অন্য মানুষকে সংক্রামিত করতে পারে।
❤ Support Us