Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • এপ্রিল ২৯, ২০২৪

কেনিয়ায় বাঁধ ভেঙে মৃত ৪০এর বেশি। বিপর্যস্ত সড়ক ও রেল যোগাযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেনিয়ায় বাঁধ ভেঙে মৃত ৪০এর বেশি। বিপর্যস্ত সড়ক ও রেল যোগাযোগ

কদিনের অতিবর্ষণ ও বন্যায় পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি নদী বাঁধ ভেঙ্গে ৪০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।  পশ্চিম কেনিয়ার কামুচিরি গ্রামে বাড়িঘর ভেসে গেছে এবং রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, “খুব কম  করে বললেও বিয়াল্লিশ জন মারা গেছে। অনুমান করা হচ্ছে কাদায় এখনও আরও অনেক মৃতদেহ আটকে রয়েছে।” ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে তাঁদের অনুমান।

গত মাসে কেনিয়ার বেশ কিছু অংশে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় সংবাদ সূত্র থেকে জানা যাচ্ছে যে রাজধানী নাইরোবি থেকে ৬০ কিলোমিটার দুরের ছোট শহর  মাই মাহিউ-এর নিকটবর্তী একটি গ্রামে উদ্ধারকারী দলের সদস্যরা কাদা খুঁড়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করে চলেছেন।

জলবায়ুর পরিবর্তন, এল নিনো প্রভৃতি নানা কারণে এ বছর গত এক সপ্তাহ ধরে আফ্রিকার পূর্ব উপকূলজুড়ে ধারাবাহিক বৃষ্টি হচ্ছিল। গত চব্বিশ ঘন্টায় তা হাতের বাইরে চলে যায়। ফলে নাইরোবির একাধিক স্থানে জল জমে যায়। নাইরোবি ও কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মোম্বাসার সঙ্গে যোগাযোগের হাইওয়েতে জল রয়েছে। বিপর্যস্ত রেল পরিষেবা।উদ্ধারকাজ চলছে অত্যন্ত তৎপরতার সাথে। ত্রাণ পাঠানোরও ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে  সে দেশের প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!