- প্রচ্ছদ রচনা
- জুন ২৮, ২০২২
ম্যাক্সিকান সীমান্তে পরিত্যক্ত ট্রাকে স্তূপীকৃত ৪৬ লাশ। লাশের উপর গুরুতর অনুস্থদের অআর্তনাদ।
ট্রানজিট পয়েন্টে দাপিয়ে বেড়ায় দলে দলে দুর্বৃত্ত । নারী পাচার অআর অআদম ব্যবসার শেষ কোথায়?

দুর্যোগ রেহাই দিচ্ছে না আশ্রয় প্রার্থীদের। মার্কিন ম্যাক্সিকান সীমান্তের স্যান অ্যান্টিনিও এলাকায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে সীমান্ত রক্ষিবাহিনী ৪৬ জনের লাশ উদ্ধার করেন৷ সরকারি মুখপাত্র বলেছেন, ৪ শিশু সহ গুরুতর অসুস্থ ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত আর গুরুতর অসুস্থরা তীব্র সরমের শিকার। দমবন্ধ হয়ে মারা গেছেন ৪৬ জন। আশ্রয় প্রার্থীদের নিয়ে ট্যাকসাসের দিকে ছুটছিল ট্রাকটি। ভেতরে গিজগিজে ভিড়। হাওয়া প্রবেশের সব ব্যবস্থা রুদ্ধ। মৃত অবস্থায় ম্যাক্সিকানৱদের ফেলে রেখে উধাও হয়ে যায় প্রাকাণ্ড চালক ও কর্মীরা। স্যান অ্যান্টোনিও শহরের মেয়র রন নিরেবার্গ বলেছেন, ভয়ঙ্কর ম্যানব ট্যাজেডি। দমকল বাহিনীর প্রধান চার্লস হুড জানিয়েছেন, আমাদের ট্রাকটি খুলে দেখার কথা নয়। বিভাগীয় কর্মীরা লক্ষ্য করেন, পরিত্যক্ত ট্রাকটির ভিতর থেকে মানুষের কাতরানোর শব্দ। তারপরই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে।
প্রসঙ্গত বলা দরকার, মার্কিন ম্যাক্সিকান সীমান্ত বহুদিন থেকে বন্ধ। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেওয়াল তুলে অনুপ্রবেশ আটকানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর অবাস্তব পরিকল্পনা রূপায়িত হয়নি। এ সীমান্ত সবসময় স্পর্শকাতর। স্যানঅ্যান্টিনো থেকে বেশ কিছুটা দূরে ট্রানজিট পয়েন্ট। এি রূট দিয়ে আশ্রয় প্রার্থীরা ছাড়াও চোরা কারবার, নারী পাচার ও অআদম ব্যবসার চোরাচালানকারীরা এখানে মারাত্মক সক্রিয়। উন্নত জীবিকার তাগিদে ম্যাক্সিকানদের বহু মানুষ এই পথে আমেরিকায় ঢুকে পড়ে। অন্যান্য দেশের শরণার্থীরা এই ট্রানজিট পয়েন্টকে ব্যবহার করে। অমানষিক কৌশলে তাঁদের পাচার করে দুর্বূত্তরা। অআদম ব্যবসার ফাঁদে পড়ে এই এলাকায় অআগেও মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০১৭ সালে পাচারকারী ট্রাক থেকে ১০ টি দেহ বাইরে বের করে নিয়ে অআসে স্থানীয় রক্ষীরা। হইচই পড়ে যায় পশ্চিম বিশ্বে। এরপরও অঘটন অব্যাহত। এবারে পরিত্যক্ত ৪৬ লাশ কী উদাসিন শাসকদের দূষ্টি ঘোরাতে সক্ষম হবে? কী বলবেন জো বাউডেন? মানব পাচার রুখতে কঠোর ব্যবস্থা না কৌশল শৈতিল্য প্রদর্শন করবে প্রতিবেশি দুই রাষ্ট্র।
পু
❤ Support Us