- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১, ২০২৩
চতুর্থ ম্যাচে রদবদল দুই টিমেই। আজ রায়পুরে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া
প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। গুয়াহাটিতে সিরিজ জয়ের হাতছানি ছিল সূর্যকুমার যাদবদের। জয়ের কাছাকাছি এসেও শেষরক্ষা হয়নি। অবিশ্বাস্য ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। শুক্রবার রায়পুরে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামছে দুই দল। হারের ধাক্কা কাটিয়ে জয়ের খোঁজে ভারত। রায়পুরেই সিরিজ দখল করতে চান সূর্যকুমার যাদবরা।
চতুর্থ ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামতে চলেছে ভারত। কারণ অস্ট্রেলিয়ার প্রায় সব সিনিয়র ক্রিকেটারই দেশে ফিরে গেছেন। আগেই দেশে ফিরেছেন স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পারা। তৃতীয় ম্যাচ খেলে ফিরে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মার্কাস স্টয়নিসরা। একপ্রকার নতুন দল নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। বিয়ে পর্ব মিটিয়ে ভারতীয় দলে যোগ দিয়েছেন মুকেশ কুমার। এছাড়া শ্রেয়স আয়ারও এই ম্যাচে খেলবেন। ফলে আরও শক্তিশালী হবে ভারতীয় ব্যাটিং লাইন।
সিরিজ দখলের লড়াইয়ে ভারতের প্রথম একাদশে বদল ঘটতে চলেছে। আগের ম্যাচে মুকেশ কুমারের পরিবর্তে আবেশ খান খেলেছিলেন। মুকেশ ফিরে আসায় আবেশ খানকে প্রথম একাদশের বাইরে যেতে হবে। এছাড়া তিলক ভার্মার পরিবর্তে প্রথম একাদশে আসবেন শ্রেয়স আয়ার। বোলিংয়ে আরও বদল ঘটতে পারে। দুটি ম্যাচেই প্রচুর রান দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। আগের ম্যাচে ৪ ওভারে ৬৮ রান খরচ করেছেন। তাঁর পরিবর্তে দীপক চাহারকে খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের।
অস্ট্রেলিয়া দলেও পরিবর্তন হবে। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস এবং জশ ইংলিস দেশে ফিরে গিয়েছেন। এই ম্যাচে ক্রিস গ্রিনের অভিষেক হতে পারে। পাশাপাশি প্রথম একাদশে দেখা যেতে পারে জশ ফিলিপে, বেন ম্যাকডারমটদের। রায়পুরের মাঠের সীমানা বেশ বড়। এশিয়ার মধ্যে বৃহত্তম। এখনও পর্যন্ত এই মাঠে একটি মাত্র টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ১০৮ রানে হারিয়েছিল ভারত।
❤ Support Us