Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১১, ২০২৩

শুভমানের সেঞ্চুরি, ১৪ মাস পর কোহলির ৫০। অসিদের রানের পাহাড়ের পাল্টা জবাব ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
শুভমানের সেঞ্চুরি, ১৪ মাস পর কোহলির ৫০। অসিদের রানের পাহাড়ের পাল্টা জবাব ভারতের

আমেদাবাদে ব্যাটিং সহায়ক উইকেটে রানের বন্যা। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের দারুন জবাব দিচ্ছে ভারত। তৃতীয় দিনের শেষে ভারত তুলেছে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের বড় ইনিংসের ভিত গড়ে দিয়েছেন শুভমান গিল। ২৩৫ বলে ১২৮ রান করে আউট হন তিনি। ১৪ মাস পর হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ৫৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। ভারত এখনও ১৯১ রানে পিছিয়ে রয়েছে।

আগের দিনের ৩৬/০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। রোহিত শর্মা ১৭ ও শুভমান গিল ১৮ রানে ক্রিজে ছিলেন। ২১তম ওভারে প্রথম ধাক্কা খায় ভারত। ওভারের শেষ বলে রোহিতকে (৫৮ বলে ৩৫) তুলে নেন ম্যাথু কুহনেম্যান। এরপর দলকে টেনে নিয়ে যান চেতেশ্বর পূজারা ও শুভমান গিল। মধ্যাহ্নভোজের বিরতির আগেই হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন শুভমান গিল। শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরি তুলে নেন। শুভমানের সেঞ্চুরি আসে ১৯৪ বলে। গত বছর ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ১৫২ বলে ১১০ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই ছিল তাঁর জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় সেঞ্চুরি এল দেশের মাটিতে।

 চা বিরতির সামান্য আগে চেতেশ্বর পূজারার উইকেট হারায় ভারত। তিনটি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ৪২ রান করে পূজারা মারফির বলে এল বি ডব্লিউ হন পুজারা। রিভিউ নিয়েও তিনি বাঁচেননি। গিল ও পূজারার জুটিতে ওঠে ১১৩ রান। ৬২তম ওভারের শেষ বলে ১৮৭ রানে ভারত দ্বিতীয় উইকেট হারায়। চা পানের বিরতিতে ভারতের রান ছিল  ১৮৮। শুভমান গিল ১০৩ রানে ও বিরাট কোহলি০ রানে ক্রিজে ছিলেন।

৭৮তম ওভারের মাথায় অবশেষে মনোসংযোগ হারিয়ে আউট হন শুভমান গিল। নাথান লায়নের বলে তিনি এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। ২৩৫ বলে ১২৮ রান করে আউট হন শুভমান। ভারতের রান তখন ২৪৫। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ২০২২ সালের জানুয়ারি মাসের পর হাফ সেঞ্চুরি পেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দিনের শেষে বিরাট কোহলি ৫৯ ও রবীন্দ্র জাদেজা ১৬ রান করে ক্রিজে রয়েছেন।


  • Tags:

Read by: 54 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!