Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৯, ২০২৪

বিফলে যাবে না শহীদদের আত্মবলিদান, কনভয়ে জঙ্গি হামলায় কড়া প্রতিক্রিয়া ভারতীয় সেনার

আরম্ভ ওয়েব ডেস্ক
বিফলে যাবে না শহীদদের আত্মবলিদান, কনভয়ে জঙ্গি হামলায় কড়া প্রতিক্রিয়া ভারতীয় সেনার

একের পর এক জঙ্গিহানার ঘটনায় জম্মু কাশ্মীরের পরিস্থিতি রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। সোমবার বিকালে ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে সন্ত্রাসবাদীদের আক্রমণে ৫ জওয়ান প্রাণ হারিয়েছেন। ৬ সেনাকর্মী গুরুতর আহত । ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলা শহর থেকে ১৫০ কিলোমিটার দূরের মাছেড়ি- কিন্দলি- মলহার সড়কে। সেনার কনভয়ের রুটিন টহলের সময় এ ঘটনা ঘটে।

সেনা মৃত্যুতে প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে জানিয়েছেন, শহীদ সেনাদের আত্মবলিদান বিফলে যাবেনা। ভারত অবশ্যই এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিরক্ষা সচিব তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘আমি কাঠুয়ার বদনোটায় সন্ত্রাসী হামলায় পাঁচ সাহসী বীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জাতির প্রতি তাদের নিঃস্বার্থ সেবা সর্বদা স্মরণ করা হবে এবং তাদের আত্মত্যাগ বিফলে যাবেনা। ভারত এই আক্রমণের পিছনের অশুভ শক্তিকে অবশ্যই পরাজিত করবে।’

সোমবার বিকেলে কাঠুয়ার দুর্গম মাচেদি এলাকায় টহলদার ভ্যানটিতে কজন জুনিয়র কমিশনড অফিসার সহ দশজন সেনা ছিলেন। সোমবার বিকেলে বিচ্ছিন্নতাকামীদের গুলি ও গ্রেনেড হামলার পর সেনার তরফে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হলে জঙ্গিরা নিকটবর্তী জঙ্গলে গা ঢাকা দেয়।

কাশ্মীর টাইগার্স নামক জঙ্গি দল এই ঘটনার দায় স্বীকার করেছে। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের সহায়তায় তারা ক্রমশ উপত্যকা অঞ্চলে শক্তি বৃদ্ধি করছে।  গত দুদিনে উত্তপ্ত কাশ্মীর উপত্যকায় এটি দ্বিতীয় ঘটনা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘কাঠুয়া (জম্মু কাশ্মীর ) জেলার বদনোটাতে সন্ত্রাসী হামলায় আমাদের পাঁচ সাহসী সৈন্যকে হারানোর ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।  জাতি এই কঠিন সময়ে তাদের পাশে রয়েছে। কাউন্টার টেরোরিস্ট অপারেশন চলছে, এবং আমাদের সৈন্যরা এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই নৃশংস সন্ত্রাসী হামলায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ‘

গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, জম্মু কাশ্মীরের জঙ্গিদমন প্রক্রিয়া এখন শেষের ধাপে রয়েছে। অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংস করার জন্য একটি বহুমুখী কৌশল গ্রহণ করা হয়েছে।
তবুও গত কয়েকদিনে সেনাবাহিনীর ওপর ক্রমাগত হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে। সেনার ওপর হামলা পূর্ববর্তী সময়ে একাধিক সাধারণ নিরস্ত্র মানুষের ওপর হামলার ঘটনায় জম্মু কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠার দাবিকে প্রশ্নের মুখে ফেলছে।  ঠিক কোন পথে গেলে এবং কতদিনে ভূস্বর্গে শান্তি ফিরে আসবে আপাতত সে প্রশ্নের উত্তর খুঁজছে শাসক বিরোধী সবাই।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!