Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৯, ২০২৪

মনোনয়ন পেশকে কেন্দ্র করে আলিপুরে বাম-তৃণমূল বচসা

অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন পেশ অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
মনোনয়ন পেশকে কেন্দ্র করে আলিপুরে বাম-তৃণমূল বচসা

দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে শোভা যাত্রা করে বামফ্রন্টের ৫ প্রার্থী তাঁদের মনোনয়ন পেশ করলেন আলিপুরে। যাদবপুর কেন্দ্রের সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের প্রতিকুর রহমান, দক্ষিণ কলকাতার শায়রা শাহ হালিম, মথুরাপুরের শরৎচন্দ্র হালদার ও জয়নগরের আর এস পি প্রার্থী সমরেন্দ্র নাথ মণ্ডল আজ বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিজেদের মনোনয়ন পেশ করেন।

একই দিনে কলকাতা দক্ষিণের প্রার্থী  মালা রায়ও মনোনয়ন জমা দেওয়ার জন্য মিছিল করেন ।গোপালনগরে, আলিপুর কোর্টের সামনে বাম-তূণমূল মিছিল মুখোমুখি হতেই শুরু হয় বচসা।পরস্পরের বিরুদ্ধে শুরু হয় শ্লোগান যুদ্ধ, হাতাহাতি। দুই দলের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয় পরিস্থিতি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগণার জেলাগুলির ক্ষেত্রে আলিপুর জেলাশাসক অফিসে এবং দক্ষিণ কলকাতার ক্ষেত্রে আলিপুর সার্ভে বিল্ডিং- এ মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা।

শুক্রবার, অক্ষয় তৃতীয়ার দিনে মনোনয়ন পেশ করবেন ডায়মন্ড হারবারের তৃণমূলের প্রার্থী  ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে হাজরা থেকে গোপাল নগর অবধি একটি শোভাযাত্রা হতে পারে বলে তূণমূল সুত্রে জানা যাচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!