- এই মুহূর্তে দে । শ
- জুন ১৯, ২০২৪
রাজধানীতে তীব্র তাপপ্রবাহের বলি ৫, বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা
তাপপ্রবাহে পুড়ছে দিল্লি থেকে কলকাতা। দিল্লির অবস্থা আরও শোচনীয়। বেশ কিছুদিন ধরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে। বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড গরমে দুদিনে দেশের রাজধানীতে ৫ জনের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন ১২ জন। তাঁরা সবাই ভর্তি রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি। শুধু রামমনোহর লোহিয়া হাসপাতাল নয়, রাজধানীর অন্য হাসপাতালে বেশ কিছু হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।এই রোগে আক্রান্তদের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লির এক সরকারি হাসপাতালের চিকিৎসক অজয় শুক্লার মতে, হিট স্ট্রোকের প্রাথমিক লক্ষ্মণ প্রথমে বোঝা যায়না। কোনও রোগীকে হাসপাতালে ভর্তি করতে দেরি হলে তাঁর একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আবহবিদেরা জানিয়েছেন, দিল্লিতে বিগত বারো বছরে এমন তাপপ্রবাহ দেখা যায়নি। শুধু গরম নয়, গোদের ওপর বিষফোঁড়ার মতো দেখা দিয়েছে তীব্র জলসঙ্কট। জলের সমস্যা অবশ্য বেশ কদিন ধরেই দিল্লিবাসীদের ভোগাচ্ছে । সব মিলিয়ে রাজধানীর বাসিন্দাদের দুর্ভোগের অন্ত নেই।
মৌসম ভবনের তরফে অবশ্য এখনই কোনও আশার কথা শোনা যায়নি। তাদের দাবি, আরও কিছুদিন এই অসহনীয় পরিস্থিতিত বজায় থাকবে। তবে দিল্লির সঙ্গে তার পাশের রাজ্য উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবেও তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে।
তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার দেখা যাচ্ছে, হিমালয়ের কোলঘেঁষা এলাকাগুলিতে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মুসৌরি, দেরাদুন,নৈনিতালে তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করেছে। নৈনিতালে তাপমাত্রা ৪৩ ডিগ্রি পার করে গেছে। হিমাচলের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি স্পর্শ করেছে। জম্মুর তাপমাত্রাও ৪০ ডিগ্রি অতিক্রম করেছে।
❤ Support Us