- এই মুহূর্তে
- জানুয়ারি ২৭, ২০২২
‘মদ-নিষিদ্ধ’ বিহারে বিষমদে বলি ৫ । গুরুতর অসুস্থ ৩ ।
বুধবার সাধারণতন্ত্র দিবসে বিষমদ খেয়ে মারা গেলেন ৫ জন । তাঁরা বিহারের বক্সার জেলার বাসিন্দা । হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ জন। তাঁদের অবস্থা গুরুতর । মৃতের একজন আত্মীয় জানিয়েছেন, ‘২৬ জানুয়ারির রাতে মদের আসর জমিয়েছিলেন জনা কয়েক ব্যক্তি। মাঝরাতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ৫ জনের মৃত্যু হয়। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ‘
গ্রামের একজন বাসিন্দা কিনেছিলেন ওই বিষমদ। গ্রামেই মদ তৈরি হয়। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুলিশ সুপার। বলেছেন, পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। এ প্রসঙ্গে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় । দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।২০১৬ সাল থেকে বিহারে মদ বিক্রি ও উৎপাদন নিষিদ্ধ। তবু প্রশাসনের নজর এড়িয়ে গ্রামে-গঞ্জে মদ বিক্রি হয়। একাধিকবার বি মদের বলি হয়েছেন নেশাসক্ত মানুষ । এই আরেকবার অঘটন ঘটল ।
আরজেডির নেতা তেজস্বী যাদব অভিযোগ করেছেন, মদ নিষিদ্ধ করতে নিতীশ সরকার সম্পূর্ণ ব্যর্থ । রমরম করে মদের ব্যবসা চলছে ।
❤ Support Us