- এই মুহূর্তে দে । শ
- মে ১০, ২০২৪
ইরানে আটক ৫ ভারতীয় নাবিক অবশেষে ফিরছেন দেশে

কূটনৈতিক লড়াইয়ে জয়ী হল ভারত। প্রায় এক মাস পর ইরান থেকে মুক্তি পেলেন ইরানের হাতে বন্দি পাঁচ ভারতীয় নাবিক। ইরান ইজরাইল সংঘাতের আবহে ধরা পড়েন ১৭ জন ভারতীয় নাবিক। অবশেষে তাঁরা ফিরছেন নিজের দেশে।
গত এপ্রিল মাসে ইরান ইজরাইল যুদ্ধ পরিস্থিতি চলাকালীন ১৩ এপ্রিল হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চলাকালীন একটি ইজরায়েলি জাহাজ আটক হয় ইরানের বিশেষ বাহিনী ‘রেভোলিউশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’-এর হাতে, যার ২৫ জন যাত্রীর মধ্যে ১৭ জন ছিলেন ভারতীয়। তাঁদের উদ্ধার করতে সচেষ্ট হয় ভারতীয় বিদেশ মন্ত্রক। ইরানের সঙ্গে আলাপ আলোচনা করেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। ইতিমধ্যে তাঁরা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানা যাচ্ছে।ইরানের অর্থমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের বলেছেন, মানবিক দিক বিচার করেই ওই জাহাজের সঙ্গে আটক করা নাবিকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মুক্তি পেয়েছিলেন কেরালার বাসিন্দা অ্যান তেসা । তিনি অক্ষত শরীরে ফিরে আসেন নিজের দেশে ১৮ এপ্রিল। তাঁর মতে কোনও বন্দি ভারতীয় নাবিকদের কোনও অসুবিধা হয়নি । উল্লেখ্য তিনিও ওই ১৭ জন বন্দি নাবিকদের একজন ছিলেন। বাকিরাও খুব শীঘ্রই মুক্তি পাবেন, যতক্ষণ না পর্যন্ত বাকি কূটনৈতিক চুক্তিজনিত বাধ্যবাধকতা সম্পূর্ণ না হয়। তবে তাঁরা নিরাপদে আছেন বলেই জানা ভারতীয় বিদেশ মন্ত্রণালয় সুত্রে।
ওয়াকিবহাল মহলের মতে , ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই কারণেই ভারতীয় নাবিকদের সঙ্গে আগাগোড়া সহায়তা করেছে ইরানের প্রশাসন। ভারতের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত মধুর। ফলে ভারতীয় নাবিকদের পক্ষে অক্ষত শরীরে ফেরার পথ সুগম হয়েছে। বৃহস্পতিবার পাঁচজনের মুক্তিতে শিলমোহর পড়লে ইরানের সরকারকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় দূতাবাস।
❤ Support Us