- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৯, ২০২৪
বিমান থেকে ত্রাণ ফেলার সময়ে গাজায় নিহত ৫, আহত ১০
বিমান থেকে ত্রাণ ফেলার সময় প্যারাসুট খুলতে ব্যর্থ হওয়ার পরে ত্রাণ প্যাকেজের আঘাতে ৫ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। হতাহতদের আল–শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার গাজা সিটির পশ্চিমে আল শাতি ফিরোজ টাওয়ারের কাছে শরণার্থী শিবিরে ঘটনাটি ঘটেছে।
আল শাতি শিবিরে বিমান থেকে ত্রাণ প্যাকেজ ফেলা হচ্ছিল। ত্রাণের প্যাকেজগুলোতে প্যারাসুট ঠিকমতো লাগানো হয়েছিল। কিন্তু যে কাঠের ফ্রেমে বান্ডিলগুলো আটকে দিয়ে নিচে ফেলা হচ্ছিল, সেগুলো বিপজ্জনক গতিতে নিচের দিকে নেমে আসছিল। ত্রাম নামানোর সময় একটা প্যারাসুট ঠিকমতো খোলেনি। তাই ত্রাণসামগ্রী সরাসরি এসে শরনার্থী শিবিরে ক্ষুধার্ত মানুষের ওপর পড়ে। তাতেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থালেই ৫ জন মারা যান। আহতদের উদ্ধার করে গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি সেবা বিভাগ ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতালের প্রধান মুহম্মদ আল–শেখ জানিয়েছেন।
অবরুদ্ধ গাজার লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডন, মিশর, সংযুক্ত আরব আমিরাশাহ, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ বিমান থেকে গাজায় জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কোন দেশের বিমান থেকে এদিন ত্রাণ ফেলা হচ্ছিল, তা নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর গাজার সরকারি মিডিয়া বিমান থেকে এই ত্রাণ সাহায্যকে ‘অকেজো’ এবং ‘মানবিক সেবার পরিবর্তে চটকদার প্রচার’ বলে অভিহিত করেছে। গাজা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আগে সতর্ক করেছিলাম যে এটি গাজা উপত্যকার নাগরিকদের জীবনের জন্য হুমকি হতে পারে।’ জাতিসংঘের মতে, গাজায় সাহায্যের এয়ারড্রপ বা প্রস্তাবিত সামুদ্রিক সহায়তা করিডোর রাস্তা দিয়ে ত্রাণ সরবরাহের বিকল্প হতে পারে না। জাতিসংঘ আরও বেশি ট্রাককে সীমান্ত দিয়ে গাজায় পৌঁছানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে ।
❤ Support Us