- এই মুহূর্তে দে । শ
- জুন ১৩, ২০২৩
দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প। হতাহতের কোনো খবর নেই

আচমকা ভূকম্পনে কেঁপে উঠল রাজধানী। রিখটার স্কেলে দেখা গেছে ভূমিকম্পের মাত্রা ৫.৪। দুপুর ১.৩৩ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। মাত্র ১০ সেকেণ্ড স্থায়ী হয় কম্পন। হতাহতের কোনো খবর নেই। তবে, সাধারণ মানুষ আতঙ্কিত।
ভূমিকম্প শুধুমাত্র দিল্লি নয়, জম্মু-কাশ্মীরে ও চণ্ডীগড়েও অনুভূত হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, পাকিস্তানেও ভূকম্পনের প্রভাব অনুভূত হয়েছে। ন্যাশনাল সেণ্টার ফর সিসমোলজির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী , জম্মু কাশ্নীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রাম থেকে ১৮ কিলোমিটার দূরে ৩০ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল। দুপুর বেলায় সেখানে শক্তিশালঈ ভূমিকম্প অনুভূত হয়, পরে তাঁর রেশ অন্যান্য রাজ্য গুলোতেও ছড়িয়ে পড়ে।
ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও মার্চ মাস থেকে বার বার ভূমিকম্পের ঘটনা পরিবেশবিদ ও ভূতাত্ত্বিকদের চিন্তা বাড়িয়েছে। কয়েকমাস আগেই ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। কেন এমন ঘটনা ঘটছে তার উত্তর খুঁজে পেতে আগ্রহী সকলেই।
❤ Support Us